Ranveer Singh Slapped: রণবীরকে সকলের সামনে চড় মারলেন তাঁরই দেহরক্ষী! তারপর যা ঘটল…

ranveer-singh-slapped-by-bodyguard-bollywood-viral-video

মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি রণবীর সিংয়ের (Ranveer Singh) নগ্ন ফটোশ্যুট নিয়ে তোলপাড় উঠেছিল ভারতের মিডিয়া। নগ্ন ফটোশ্যুট করায় অভিনেতার বিরুদ্ধে অশালীনতার অভিযোগ তুলে মুম্বই পুলিশের  (Mumbai Police) তরফ থেকে তাঁকে নোটিশ পাঠানো হয়েছিল। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের নতুন বিতর্কে ‘পদ্মাবৎ’ খ্যাত অভিনেতা।

দক্ষিণ ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার বিতরণী উৎসবে (SIIMA Awards 2022) উপস্থিত হয়েছিলেন রণবীর। বরাবরই প্রাণবন্ত ও খোশমেজাজে থাকেন তিনি। কখনও অনুরাগীদের নিরাশ করেন না। তাঁর এই স্বভাবের জন্য রণবীরকে বেশ পছন্দ করেন তাঁর ভক্ত-অনুরাগীর দল। প্রিয় অভিনেতাকে এদিন পাশে পেয়ে সকলেই আবদার করছিলেন তাঁর সঙ্গে সেলফি তোলার। হাসিমুখেই বিলোচ্ছিলেন রণবীর। 

এই সময় তাঁকে ঘিরে দর্শকদের মধ্যে প্রচণ্ড উন্মাদনা থাকায় দেহরক্ষীরা তাঁর নিরাপত্তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন।  অতিরিক্ত ভিড়ের মধ্যে দুটি বালক নীচে পড়ে যায়। কিন্তু, রণবীরের তৎপরতার সঙ্গে এগিয়ে গিয়ে তাদের তুলে নিজের কাছে টেনে নেন। আর ঠিক এই সময়ে ঘটে যায় ঘটনাটি। আচমকা, তাঁরই দেহরক্ষীর চড় এসে পড়ে রণবীরের গালে। এই ঘটনায় হতোদ্যম হয়ে পড়েছিলেন অভিনেতা। তবে, কিছুক্ষণের মধ্যেই নিজেকে সামলে নেন। 

আরও পড়ুন: ওটিটি প্লে অ্যাওয়ার্ডসে চাঁদের হাট, কারা জিতলেন কোন পুরস্কার, দেখে নিন তালিকা

কিন্তু কেন এমনটা ঘটালেন ওই দেহরক্ষী? আসলে, গোটাটাই একটি নিছক দুর্ঘটনা মাত্র। রণবীরকে ক্রমশ ঘিরে চলা ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিলেন তাঁর দেহরক্ষীরা। এমন সময় একজন অনুরাগীকে সরাতে গিয়ে ভুলবশত, তাঁর দেহরক্ষীর হাত গিয়ে পড়ে রণবীরের গালে। ভিড় থেকে রক্ষা করতে গিয়েই ভুলক্রমে রণবীরকে আঘাত করে বসেন তাঁর দেহরক্ষী। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাটি ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা গিয়েছে, চড় খেয়ে স্বল্পক্ষণের জন্য তিনি অবাক হয়ে তাকিয়েছিলেন। সম্বিৎ ফেরার পরে হেসে কিছুক্ষণ ডান গালটি চেপে ধরেছিলেন।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by फिल्मी NEWJ (@filmynewj)

 

রণবীর সিং বলিউডের একমাত্র সেলিব্রিটি যিনি দক্ষিণ ভারতের চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিসেল হান্সিকা মোতওয়ানি, বিজয় দেবরাকোন্ডা, অমলা পল, যশ, আল্লু অর্জুন, পূজা হেগড়ে, অরবিন্দ গোস্বামী এবং প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার মতো বিখ্যাত তারকা-সেলিব্রিটিরা।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share