মাধ্যম নিউজ ডেস্ক: আরও একটি বসন্ত পেরিয়ে এলেন অনুষ্কা (Anushka) শর্মা। ১ মে ছিল অনুষ্কা শর্মার জন্মদিন (Anuhka Sharma Birthday)। আর তার এই বিশেষ দিনে শুভেচ্ছা জানাতে ভোলেননি তার জীবনের বিশেষ মানুষ, ভারতীয় ক্রিকেটের ‘অ্যাংরি ইয়ং ম্যান’ বিরাট কোহলি (Virat Kohli)। ইনস্টাগ্রামে (Instagram) দুটি ছবি পোস্ট করে বিরাট লেখেন, “ঈশ্বরকে ধন্যবাদ জানাই তোমাকে পৃথিবীতে আনার জন্যে। আমি জানি না তোমাকে ছাড়া আমি কী করতাম। সত্যিই তুমি অন্তর থেকে একজন সুন্দর মানুষ। বন্ধুদের নিয়ে দারুণ একটা দুপুর কাটালাম।”
[insta]https://www.instagram.com/p/CdA2MQdPgCY/?utm_source=ig_web_copy_link [/insta]
বিরাটের এই পোস্ট মন ছুঁয়ে গেছে নেটিজেনদের। বিরাটের এই আবেগঘন পোস্টের উত্তর দিতে ভোলেননি বলিউড সুন্দরী। প্রিয় মানুষটির পোস্টের উত্তরে তিনি লেখেন, “আমার কথা ও মন দুটোই চুরি করেছ তুমি।”
বিরাট-অনুষ্কা বলিউডের (Bollywood) ‘পাওয়ার কাপল’- দের মধ্যে অন্যতম। দুজনেই সামাজিক মাধ্যমে মাঝে মাঝেই একে অপরের সঙ্গে ছবি শেয়ার করে থাকেন। সম্প্রতি অনুষ্কা অজি ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল এবং ভিন্নি রমনের বিয়েতে তাঁর এবং বিরাটের ছবি শেয়ার করেন। সেই ছবিতে অনুষ্কাকে একটি গোলাপি সালোয়ার এবং বিরাটকে কালো কুর্তায় বেশ পছন্দ করেছিলেন ভক্তরা।
[insta]https://www.instagram.com/p/Cc4YyjqocwQ/?utm_source=ig_web_copy_link [/insta]
কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে অনুষ্কা শর্মার স্পোর্টস ড্রামা ‘চাকদা এক্সপ্রেস’ (Chakda Express)। আর তারই অধীর অপেক্ষায় দিন গুনছেন অনুষ্কা প্রেমীরা।
Leave a Reply