Commonwealth Games: কমনওয়েলথে ইতিহাস! প্যারা পাওয়ারলিফটিংয়ে সোনা সুধীরের, লং জাম্পে রুপো মুরলী শ্রীশংকরের

sudhir

মাধ্যম নিউজ ডেস্ক: ভারোত্তলনের মতোই প্যারা পাওয়ারলিফটিংয়েও (Para Powerlifting) সোনা ভারতের (India)। হরিয়ানার সোনিপতের ছেলে সুধীর (Sudhir) বৃহস্পতিবার মধ্যরাতে প্যারা পাওয়ারলিফটিংয়ে গেমসে রেকর্ড গড়ে সোনা জিতেছেন। শারীরিক প্রতিবন্ধকতাকে তোয়াক্কা না করে তাঁর এই সাফল্যকে কুর্নিশ জানাচ্ছে গোটা দেশ। সুধীরকে অভিন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)।

প্যারা পাওয়ারলিফটিংয়ে পয়েন্টের হিসেবে জেতা-হারা নির্ধারিত হয়। মোট তিনবার সুযোগ মেলে। ভার তোলা, শরীরের ওজন এবং টেকনিক অনুসারে পয়েন্ট দেওয়া হয়। শরীরের ওজনের থেকে ভার বেশি হলে সেক্ষেত্রে পয়েন্ট বেশি পাওয়া যায়। ৮৭.৩০ কেজির সুধীর প্রথম প্রয়াসে ২০৮ কিলো ওজন তোলেন। দ্বিতীয় প্রচেষ্টায় তোলেন ২১২ কিলো। এরইসঙ্গে গেমসে নয়া রেকর্ড গড়েন তিনি। তবে তৃতীয় প্রচেষ্টায় ২১৭ কিলো ওজন তুলতে পারেননি তিনি। ১৩৪.৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে সোনা জিতে নেন ২৭ বছরের সুধীর। হরিয়ানার কৃষক পরিবারের ছেলে সুধীর। চার বছর বয়সেই পোলিও আক্রান্ত হন। তবু শারীরিক প্রতিবন্ধকতা তাঁর ইচ্ছেকে হারাতে পারেনি। ছোট থেকেই খেলাধুলোর প্রতি ভালোবাসা। ২০১৬ সালে প্রথম জাতীয় স্তরের প্রতিযোগিতায় সোনা জেতেন। আন্তর্জাতিক স্তরে দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ আসে ২০১৮ সালে। জাকার্তা প্যারা এশিয়ান গেমসে অভিষেকেই ব্রোঞ্জ পদক জিতে নেন। অ্যাথলেটিক মহলে ‘স্ট্রং ম্যান অব ইন্ডিয়া’ এই নামে ডাকা হয় সুধীরকে।

চলতি কমনওয়েলথ গেমসে ভারতীয় অ্যাথলিটরা চমক দিয়েই যাচ্ছেন। এদিনই ইতিহাস গড়ে লং জাম্পে রুপো এনেছেন মুরলী শ্রীশংকর (M. Sreeshankar)। তাঁকে অভিনন্দন জানিয়ে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী। এদিন অবশ্য খানিক দুর্ভাগ্যের শিকার হয়েছেন তিনি। সোনাজয়ীর সমান লাফিয়েও সোনা পাননি ভারতের লং জাম্পার। বৃহস্পতিবার বাহামাসের ল্যাকুয়ান নাইরনের মতো তিনিও ৮.০৮ মিটার লাফিয়েছেন। কিন্তু দ্বিতীয় সেরা লাফের বিচারে পিছিয়ে থাকায় রুপো জিতেছেন শ্রীশংকর। সুরেশ বাবু, অঞ্জু ববি জর্জ, এম এ প্রাজুসা এর আগে কমনওয়েলথ গেমসে পদক জিতেছেন। একমাত্র প্রাজুসা রুপো পেয়েছেন, বাকিরা ব্রোঞ্জ।

আরও পড়ুন: পদক তালিকায় সপ্তম স্থানে ভারত! একনজরে বার্মিংহামের অষ্টম দিন

এদিকে পুরুষদের হকিতে (Men’s Hockey) পুল ‘বি’-এর ম‌্যাচে ভারতীয় দল ৪-১ ব‌্যবধানে ওয়েলসকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। হ‌্যাটট্রিক করেছেন ভারতের সহ-অধিনায়ক হরমনপ্রীত। অন্যদিকে, বক্সিংয়ে সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করেছেন ভারতের চার বক্সার। পুরুষদের ৫১ কেজি বিভাগে অমিত পাঙ্ঘাল, ৯২ কেজি বিভাগে সাগর অহলত, ৬৭ কেজি বিভাগে রোহিত টোকাস এবং মহিলাদের ৬০ কেজি বিভাগে জেসমিন ল‌্যাম্বোরিয়া শেষ চারে পৌঁছেছেন। 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share