Primary TET: ৫০% নয়, ৪৫% নম্বর থাকলেই বসা যাবে প্রাইমারি টেটে, নয়া ঘোষণা পর্ষদের

Primary_TET

মাধ্যমি নিউজ ডেস্ক: প্রাথমিক টেটে বসার যোগ্যতায় ফের বদল আনল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education)। ২০১০ সালে ২৩ অগাস্টের আগে স্নাতক এবং বিএড করা প্রার্থীদের টেটে অংশগ্রহণের ক্ষেত্রে যোগ্যতায় বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে। নয়া বিজ্ঞপ্তিতে পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, টেটে বসার জন্য এই পরীক্ষার্থীদের স্নাতকে ৪৫% নম্বর থাকলেই হবে। এর আগে টেটে বসার নুন্যতম যোগ্যতা ছিল স্নাতকে ৫০% নম্বর। 

বুধবার পর্ষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১০ সালের ২৩ অগাস্টের আগে যেসব জেনারেল প্রার্থীরা ব্যাচেলর ইন এডুকেশন (BEd) এবং স্নাতক ডিগ্রী পাশ করেছেন তারা ৪৫ শতাংশ নম্বর পেলে এবং সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা ৪০ শতাংশ নম্বর পেলেই ২০২২ সালের টেটে অংশগ্রহণ করতে পারবেন। অবশ্যই এর সঙ্গে টেটে অংশগ্রহণের অন্যান্য যোগ্যতাগুলি পূরণ করতে হবে  সংশ্লিষ্ট প্রার্থীকে।এই নিয়ে তৃতীয়বার টেট পরীক্ষার্থীদের যোগ্যতামানে পরিবর্তন করা হল।

আরও পড়ুন: সিআরপিএফের ইনস্পেক্টর জেনারেল পদে প্রথম দুই মহিলা, গড়লেন নতুন ইতিহাস

বৃহস্পতিবারই ২০২২ প্রাথমিক টেটের ফর্ম ফিলআপের শেষ দিন। তার আগের দিন পর্ষদের এই নতুন সিদ্ধান্তে আরও অনেক প্রার্থী পরীক্ষায় বসার জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছেন। এদিন রাত ১২টার মধ্যে তাদের ফর্ম ফিলআপ করতে হবে। ১১ ডিসেম্বর দুপুর ১২টায় আয়োজিত হবে প্রাথমিক টেট। ১১ হাজার শূন্যপদের জন্য প্রার্থী নির্বাচন করা হবে এই পরীক্ষার মাধ্যমে। ২ ঘণ্টা ৩০ মিনিটের মধ্যে দিতে হবে ১৫০ নম্বরের পরীক্ষা।

আগের বিজ্ঞপ্তিতেই পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, টেট (TET) উত্তীর্ণ হওয়া মানেই চাকরির অধিকার অর্জন করা নয়। সেই সম্পর্কে সতর্ক করে দেওয়া হয়েছে গাইডলাইনে। বলা হয়েছে, টেটে উত্তীর্ণ হলেই কোনও প্রার্থীর নিয়োগ পাওয়ার অধিকার জন্মাবে না। এটা নিয়োগের যোগ্যতামানদণ্ডগুলির মধ্যে একটি।  

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

    

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share