IND-W vs WI-W: দলে ফিরছেন মান্ধানা! মেয়েদের টি-২০ বিশ্বকাপে আজ ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত

indiawomen1

মাধ্যম নিউজ ডেস্ক: প্রথম ম্যাচে পাকিস্তানকে হারানোর পর আজ, বুধবার দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে ভারত। মেয়েদের টি-২০ বিশ্বকাপে এবার ট্রফি জয় ছাড়া কিছুই ভাবতে রাজি নয় হরমনপ্রীত কউররা। বুধবার কেপ টাউনে ক্যারিবিয়ানদের হারিয়ে জয়ের ধারাবাহিকতা ধরে রাখাই লক্ষ্য ভারতের প্রমীলা ব্রিগেডের।

সেমিফাইনালের পথে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেলে সেমি ফাইনালের দিকে অনেকটা এগিয়ে যাবে হরমনপ্রীত কউরের দল। গ্রুপ থেকে দু’টি দল সেমি ফাইনালে যাবে। ২ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে ইংল্যান্ড। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড এখনও পয়েন্ট পায়নি। ফলে সেমি ফাইনালে যাওয়ার লড়াইয়ে এগিয়ে ইংল্যান্ড ও ভারত। গ্রুপের শীর্ষে থাকতে হলে সব ম্যাচই জিততে হবে ভারতীয় দলকে। রিচা ঘোষ, জেমাইমা রডরিগেজরা প্রতিটি ম্যাচ ধরে এগোতে চাইছেন। আপাতত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ নিয়েই ভাবছে ভারত।

খেলতে পারেন মান্ধানা

বোর্ড সূত্রে খবর, চোট সারিয়ে পরের ম্যাচে খেলতে পারেন স্মৃতি মান্ধানাও। তিনি ফিরলে নিশ্চিতভাবে ভারতের ব্যাটিং বিভাগ আরও শক্তিশালী হবে। সেক্ষেত্রে বাইরে বসবেন যস্তিকা ভাটিয়া। বোলিং নিয়ে সামান্য একটা অস্বস্তি রয়ে গিয়েছে ভারতীয় শিবিরে। ভারতীয় দলের বোলিং কোচ ট্রয় কুলি  ‘‘বোলারদের সঙ্গে দীর্ঘ সময় কথাবার্তা হয়েছে। এমনিতে ভারতীয় দলের বোলিং যথেষ্ট শক্তিশালী এবং পরিণত। কিন্তু ম্যাচে আরও বেশি উদ্যম নিয়ে নিজেদের দায়িত্ব পালন করতে হবে। আশা করছি, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আমাদের দলের বোলাররা আবার স্বাভাবিক ছন্দে ফিরবে।’’

আরও পড়ুন: সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যান

এগিয়ে ভারত

শক্তির বিচারে ওয়েস্ট ইন্ডিজের থেকে অনেকটাই এগিয়ে ভারতের মহিলা দল। ক’দিন আগে ত্রিদেশীয় সিরিজে ক্যারিবিয়ানদের দু’বার হারিয়েছিলেন হরমনপ্রীতরা।চলতি টি-২০ বিশ্বকাপে প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে বেশ চাপেই রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যাপ্টেন ম্যাথিউজের উপর বাড়তি নির্ভরশীল তারা। সব মিলিয়ে তাই বুধবারের দ্বৈরথে ফেভারিট হিসেবেই মাঠে নামবেন রিচারা।

কখন কোথায় খেলা দেখবেন

খেলা শুরু সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। টস ৬টায়। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share