Neeraj Chopra: শুক্রবার সকালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে নীরজ চোপড়ার ইভেন্ট, সরাসরি সম্প্রচার কখন, কোথায়?

92217797

মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হয়ে গিয়েছে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২২ (World Athletics Championships 2022)। যুক্তরাষ্ট্রের ওরিগানের (Oregon) হেওয়ার্ড স্টেডিয়ামে (Hayward Field) আয়োজিত করা হচ্ছে এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপ। সেই টুর্নামেন্টে নামতে চলেছেন টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics) স্বর্ণপদকজয়ী তথা ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া (Neeraj Chopra)। টোকিও অলিম্পিক্সের পর এবার তাঁর লক্ষ্য বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়। 

টোকিও অলিম্পক্সে তাঁর দুর্দান্ত পারফম্যান্সের পর তিনি ক্রীড়াপ্রেমীদের যেন চোখের মণি হয়ে উঠেছেন নীরজ। এর আগে তিনি যেখানে খেলেছেন, সেখানেই তিনি কোনও না কোনও রেকর্ড গড়ে তুলেছেন। আগের ম্যাচ দুটোতেই তিনি তাঁর নিজের রেকর্ড ভেঙেছেন। সম্প্রতি পাভো নুর্মি গেমসে (Paavo Nurmi Games) ৮৯.৩০ মিটার ছুঁড়ে নিজের সেরা পারফরম্যান্সকে ছাপিয়ে গিয়েছিলেন। তারপর ডায়মন্ড লিগে (Diamond League) নীরজ জ্যাভলিন ছুঁড়ে ৮৯.৯৪ মিটার দূরত্বে পাঠিয়েছিলেন ও জাতীয় রেকর্ড (National Record) গড়ে তুলেছিলেন। কিন্তু তাঁর দুটো গেমসেই সোনা জেতা হয়ে ওঠেনি ও ৯০ মিটারের গণ্ডিও পেরোনোও হয়নি তাঁর। তাই এবারে পুরো ভারতবাসী তাঁর দিকে চেয়েই বসে আছে যে, এবার হয়তো আবারও তাঁর হাত ধরেই স্বর্ণপদক ভারতে আসবে।

আরও পড়ুন: নয়া কীর্তি নীরজের, ভাঙলেন নিজের রেকর্ড, তবু এল না সোনা!

গত বছর টোকিও অলিম্পিক্সে সোনা জেতায় নীরজকে নিয়ে ভারতীয়দের মনে আশা তৈরি হয়েছে। ফলে আন্তর্জাতিক মঞ্চে সেই সাফল্য তাঁর থেকে পদকের আশা আরও বাড়িয়ে দিয়েছে। ২০০৩ সালের প্যারিস চ্যাম্পিয়নশিপে লং-জাম্পে ব্রোঞ্জ জিতেছিলেন অঞ্জু ববি জর্জ (Anju Bobby George)। এরপর গত ১৯ বছরে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে কোনও ক্রীড়াবিদ কোনও পদক জেতেননি। তাই এবারে ভারতীয়দের আশা ভরসা একমাত্র নীরজ চোপড়া।

কোথায় দেখবেন নীরজের ম্যাচ?

সোনি স্পোর্টস চ্যানেলে নীরজের ম্যাচ সরাসরি দেখতে পারবেন ভারতীয় জনগণ।

নীরজের ম্যাচ কবে?

২২ জুলাই, শুক্রবার নীরজ প্রতিযোগিতায় নামবেন।

কখন নীরজের ম্যাচ শুরু হবে?

নীরজ জ্যাভলিন প্রতিযোগিতার কোয়ালিফিকেশন পর্বে গ্রুপ ‘এ’ এবং গ্রুপ ‘বি’- এর মধ্যে কোন গ্রুপে থাকবেন সেটি এখনও ঠিক করা হয়নি। ২২ জুলাই ভোর ৫:৩৫ মিনিটে গ্রুপ ‘এ’ এবং ৭:৩৫ মিনিটে গ্রুপ ‘বি’-র প্রতিযোগিতা শুরু হবে।

আরও পড়ুন: ভাঙলেন নিজের জাতীয় রেকর্ড! ডায়মন্ড লিগে দ্বিতীয় নীরজ

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share