World Cup Hockey: নিউজিল্যান্ডের কাছে হার , স্বপ্ন অধরা ভারতের! জেনে নিন হকি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কোন কোন দল

IND-VS-INA-HOCKEY

মাধ্যম নিউজ ডেস্ক: ক্রসওভার ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে হকি বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারত। নির্ধারিত সময়ে খেলা ৩-৩ অমীমাংসিত থাকার পর শুটআউটে নিউজিল্যান্ড জিতল ৫-৪ ব্যবধানে। আয়োজক দেশ হিসাবে এদিন ভারত ছিল ফেবারিট। কিন্তু সমর্থকদের আশা পূরণে ব্যর্থ হল  হরমনপ্রীতের দল। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া খেলবে স্পেনের বিপক্ষে। এখনও পর্যন্ত কোয়ার্টার ফাইনালে পৌঁছন অপর দুটি দল হল ইংল্যান্ড এবং নেদারল্যান্ডস। আজ, ২৩ জানুয়ারি জার্মানি ও ফ্রান্সের মধ্যে যে জিতবে সে খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। আর আর্জেন্টিনা ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিজয়ী দল মুখোমুখি হবে নেদারল্যান্ডসের।

ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই

এদিন ম্যাচের নির্ধারিত সময়ে ম্যাচ ড্র হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। নির্ধারিত সময়ে বার বার এগিয়ে গিয়েও গোল খায় হরমনপ্রীতরা। শুটআউটে গোলকিপার পিআর সৃজেশ তিনটি ভাল সেভ করলেও দলকে জেতাতে পারলেন না। তৃতীয় সেভের সময় চোট পান তিনি। পরিবর্ত গোলকিপার কৃষাণ পাঠক একটি শট বাঁচালেও বাকিগুলিতে পারলেন না। ঘরের মাঠে টানা দ্বিতীয় বার হকি বিশ্বকাপ জেতার স্বপ্ন অধরা থাকল ভারতের। গোটা ম্যাচে অসংখ্য পেনাল্টি কর্নার নষ্টের খেসারত দিতে হয়েছে ভারতকে। কোচ গ্রাহাম রিড আগেই এই ব্যাপারে দুশ্চিন্তার কথা জানিয়েছিলেন। মরণ বাঁচন ম্যাচেও ভারতের সেই রোগ কাটল না। দশটি পেনাল্টি কর্নার পেয়ে তারা গোল করেছে মাত্র একটিতে।

আরও পড়ুন: দুরমুশ নিউজিল্যান্ড, সিরিজ জিতল ভারত

চাপ নিতে ব্যর্থ

কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে দুই দলই এই ম্যাচে নিজেদের সর্বস্বটা উজাড় করে দেয়। তবে নির্ধারিত সময়ে ৩-৩ স্কোরলাইনেই ম্যাচ শেষ হয়। ভারতের হয়ে ললিত, সুখজিৎ ও বরুণ কুমার তিনটি গোল করেন। নিউজিল্যান্ডের হয়ে স্যাম লেন, কেন রাসেল ও সন ফিন্ডলে গোল করেন। ম্যাচের মতো পেনাল্টি শ্যুট আউটেও হাড্ডাহাড্ডি লড়াই চলে। ১৮টি শটের পর শেষমেশ জয় পায় নিউজিল্যান্ড। এই হারের পরে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানসিক কন্ডিশনিং কোচের প্রয়োজন বলে দাবি করেছেন হেড কোচ গ্রাহাম রিড। তিনি বলেন, “আমাদের সম্ভবত আলাদা কিছু করতে হবে। আমাদের দেখতে হবে, একজন মানসিক কোচকে কী ভাবে যুক্ত করতে পারি। সেটা নিয়ে কাজ করব। আসলে চাপ নিয়ে খেলতে পারছে না দল।”

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share