মাধ্যম নিউজ ডেস্ক: তাঁর দলে জায়গা পাওয়া নিয়ে কম জলঘোলা হয়নি। কখনও করোনা তো কখনও অফ ফর্ম বাধা হয়েছিল অনেক কিছুই। শেষ পর্যন্ত চোটের কারণে জশপ্রীত বুমরাহ দল থেকে ছিটকে যাওয়ায় তাঁকেই বেছে নেন নির্বাচকেরা। তাঁরা যে ভুল করেননি, তা সোমবার ভালভাবে বুঝিয়ে দিলেন বাংলার পেসার মহম্মদ শামি। এদিন শেষ ওভারে শামিকে বল করতে ডাকেন অধিনায়ক রোহিত। সেই সময়ে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল মাত্র ১১ রান। ম্যাচে মাত্র এক ওভার বল পেয়েই কামাল করে দেন বঙ্গ পেসার। তিনটি উইকেট তুলে শেষ করে দেন বিপক্ষের লোয়ার অর্ডারকে। ছয় রানে ম্যাচ জেতে ভারত।
India win a thriller!
They beat Australia by 6 runs during their warm-up fixture in Brisbane 👏 #T20WorldCup | Scorecard: https://t.co/axrcp7psif pic.twitter.com/xPRsEGcdjG
— T20 World Cup (@T20WorldCup) October 17, 2022
এদিন টসে জিতে ভারতীয় দলকে প্রথমে ব্যাটিং করতে পাঠায় অস্ট্রেলিয়া। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ভারত তোলে ১৮৬ রান। কে এল রাহুল ৩৩ বলে দুর্দান্ত ৫৭ রানের ইনিংস খেলেন। ৬টি চার এবং ৩টি ছয় মারেন রাহুল। বিগত একাধিক সিরিজে দুর্দান্ত ছন্দে থাকা সূর্যকুমার যাদব এ দিনের অনুশীশন ম্যাচেও ধারাবাহিকতা বজায় রাখেন। তিনি করেন ৫০ রান। দীনেশ কার্তিকের ব্যাট থেকে আসে ২০ রান। তবে,অধিনায়ক রোহিত শর্মা, প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়ার রান না পাওয়াটা চিন্তায় রাখবে থিঙ্ক ট্যাঙ্ককে।
আরও পড়ুন: নাম মনে রেখো! কেন টুইট সচিনের?
ভারতের ১৮৬ রানের জবাবে আগ্রাসী মেজাজে ইনিংসের শুরু করে অস্ট্রেলিয়া। ভারতের হয়ে প্রথম উইকেট নেন ভুবনেশ্বর কুমার। মাত্র ১৮ বলে ৩০ রান করে বিপজ্জনক হয়ে ওঠা মিচেল মার্শকে ফেরত পাঠান তিনি। হাফ সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ৭৬ রান করে হর্ষল প্যাটেলের বলে আউট হয়ে যান তিনি। শেষপর্যন্ত অস্ট্রেলিয়া ২০ ওভারে ১৮০ রানে অল-আউট হয়ে যায়। ৬ রানের সংক্ষিপ্ত ব্যবধানে উত্তেজক ম্যাচ জেতে ভারত।
Leave a Reply