Vinesh Phogat: রেকর্ড গড়ে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ ফোগাটের

vineshphogat

মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে (World Wrestling Championships) প্রথম পদক জিতল ভারত। স্বপ্নের কামব্যাক ঘটিয়ে ব্রোঞ্জ পেলেন ভিনেশ ফোগাট (Vinesh Phogat)। বেলগ্রেডে অনুষ্ঠিত বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ৫৩ কেজি ফ্রিস্টাইল বিভাগে বুধবার ব্রোঞ্জ জেতেন ফোগাট। প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে দু’টি পদক জয়ের নজির গড়লেন ভিনেশ‌। এর আগে ২০১৯ সালে কাজাকস্তানের নূর সুলতানে ভারতের হয়ে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের মঞ্চে সোনা জিতেছিলেন তিনি।

মঙ্গলবার, প্রথম রাউন্ডে মঙ্গোলিয়ার প্রতিপক্ষ বাতখুয়াগের কাছে ৭-০ ফলে হেরে গিয়েছিলেন ভিনেশ। তখুয়াগ এদিন ফাইনালে চলে যাওয়াতে রেপেসাঁ বিভাগে লড়াই করার সুযোগ পেয়ে যান ভারতীয় তারকা । সেখানে আর কোনও ভুল না করে ভারতের হয়ে ব্রোঞ্জ জয় নিশ্চিত করেন তিনি । এদিন তিনি পর্যুদস্ত করেন সুইডেনের প্রতিপক্ষকে। এম্মা জোনাকে ফাইনালে তিনি হারান ৮-০ ফলে। রপেসঁ বিভাগের প্রথম রাউন্ডে ভিনেশ কাজাকিস্তানের এসিমোভাকে হারান ৪-০ ফলে। পরবর্তী রাউন্ডে আজারবাইজানের লেইলা গুরবানোভার বিরুদ্ধে বাই পান তিনি। চোট থাকায় নামতেই পারেননি গুরবানোভা।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে নিয়ম বদল! ২০২৫ সাল পর্যন্ত বোর্ডের দায়িত্বে থাকতে পারবেন ‘প্রিন্স অফ ক্যালকাটা’

প্রসঙ্গত সদ্য শেষ হওয়া বার্মিংহাম কমনওয়েলথ গেমসেও সোনা জিতেছিলেন ফোগাট। কমনওয়েলথ গেমসের এবারের আসর থেকে ভারতীয় কুস্তিগীররা মোট ১২টি পদক জেতে। তার মধ্যে অন্যতম ভিনেশের স্বর্ণপদক। এবার বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের আসরে ভারতীয়রা কী ফল করে তার দিকে তাকিয়ে গোটা দেশ।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share