Special Trains: আগামীকাল টেট, ৩২টি বিশেষ ট্রেন চালাবে রেল, কোন কোন রুটে?

রবিবার মেট্রো কম চললেও টেটের জন্য আপ-ডাউন মিলিয়ে বাড়তি আরও ৮টি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
Indian_Railways
Indian_Railways

মাধ্যম নিউজ ডেস্ক: আগামীকাল হতে চলেছে বহু প্রতীক্ষিত প্রাথমিক টেট পরীক্ষা। এই বছর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১৭ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে একগুচ্ছ লোকাল ট্রেন (Special Trains) চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। ব্যারাকপুর, নৈহাটি, বারাসাত, হাসনাবাদ, দত্তপুকুর, মধ্যমগ্রাম, ডানকুনি, বজবজ, বারুইপুর, ক্যানিং, সোনারপুরের মতো জায়গা থেকে স্পেশাল ট্রেন চালানো হবে।  

শুক্রবার পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, ব্যারাকপুর, নৈহাটি, বারাসাত, হাসনাবাদ, দত্তপুকুর, মধ্যমগ্রাম, ডানকুনি, বজবজ, বারুইপুর, ক্যানিং, সোনারপুর রুটে রবিবার টেট উপলক্ষে ৩২টি অতিরিক্ত ট্রেন (Special Trains) চালানো হবে। দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ২:৩০ পর্যন্ত চলবে পরীক্ষা।  

আরও পড়ুন: 'তাড়াতে হবে না, চোদ্দ তলা থেকে নিজেই পালাবে', মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শুভেন্দুর

কোন কোন রুটে ট্রেন চলবে?

১) শিয়ালদহ-ব্যারাকপুর লোকাল: পাঁচ জোড়া ট্রেন চলবে। সকাল ৮ টা, সকাল ৯ টা ৫ মিনিট, সকাল ৯ টা ২৮ মিনিট, সকাল ৯ টা ৪০ মিনিট এবং সকাল ১০ টা ৫ মিনিটে শিয়ালদহ থেকে ট্রেন ছাড়বে। ব্যারাকপুর থেকে সকাল ৮ টা ৪৮ মিনিট, সকাল ৯ টা ৫৭ মিনিট, সকাল ১০ টা ১৬ মিনিট, সকাল ১০ টা ৩০ মিনিট এবং সকাল ১১ টায় শিয়ালদহ উদ্দেশে ট্রেন ছাড়বে বলে জানিয়েছে পূর্ব রেল।  

২) শিয়ালদহ-নৈহাটি লোকাল: এক জোড়া ট্রেন দেওয়া হয়েছে। সকাল ৯ টা ৩৪ মিনিটে শিয়ালদহ থেকে ট্রেন ছাড়বে। সকাল ১০ টা ৪৭ মিনিটে নৈহাটি থেকে ট্রেন ছাড়বে বলে জানিয়েছে পূর্ব রেল। 

৩) শিয়ালদহ-ডানকুনি লোকাল: এক জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। সকাল ১০ টা ১৫ মিনিটে শিয়ালদহ থেকে লোকাল ট্রেন ছাড়বে। সকাল ১১ টা ২৬ মিনিটে ডানকুনি থেকে ছাড়বে বিশেষ ট্রেন।

৪) শিয়ালদহ-মধ্যমগ্রাম লোকাল: এক জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে। সকাল ৭ টা ৩২ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে। সকাল ৮ টা ৫২ মিনিটে মধ্যমগ্রাম থেকে শিয়ালদহর উদ্দেশ্যে ছাড়বে একটি লোকাল ট্রেন।

৫) শিয়ালদহ-বারাসত লোকাল: সকাল ৯ টা ৪০ মিনিটে শিয়ালদহ থেকে ট্রেন ছাড়বে। সকাল ১০ টা ৪০ মিনিটে বারাসত থেকে একটি ট্রেন ছাড়বে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। 

৬) শিয়ালদহ-দত্তপুকুর লোকাল: সকাল ৮ টা ৩০ মিনিটে দত্তপুকুর থেকে ছাড়বে। সকাল ৯ টা ৪৩ মিনিটে দত্তপুকুর থেকে ট্রেন ছাড়বে বলে জানিয়েছে পূর্ব রেল। 

৭) শিয়ালদহ-বজবজ লোকাল: এক জোড়া স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে। সকাল ৯ টা ৪৫ মিনিট শিয়ালদহ থেকে বজবজের উদ্দেশে একটি ট্রেন ছাড়বে। আবার সকাল ১০ টা ৫৩ মিনিটে বজবজ থেকে ছাড়বে স্পেশাল একটি ট্রেন।

৮) শিয়ালদহ-সোনারপুর লোকাল: শিয়ালদহ-সোনারপুর লাইনে চলবে দু জোড়া স্পেশাল ট্রেন। সকাল ৯ টা ৩০ মিনিট এবং সকাল ৯ টা ৫০ মিনিটে বিশেষ ট্রেন ছাড়বে। সকাল ৮ টা ৪২ মিনিট এবং সকাল ১০ টা ১১ মিনিটে সোনারপুর থেকে ছাড়বে ট্রেন।  

৯) শিয়ালদহ-ক্যানিং লোকাল: শিয়ালদহ থেকে দুপুর ২ টো ২ মিনিটে ছাড়বে। ক্যানিং থেকে ছাড়বে দুপুর ৩ টে ৪৫ মিনিটে।

১০) শিয়ালদহ-বারুইপুর লোকাল: সকাল ১০ টা ১২ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে। সকাল ১১ টা ৮ মিনিটে বারুইপুর থেকে ছাড়বে একটি স্পেশাল ট্রেন (Special Trains)। 

১১) শিয়ালদহ-হাসনাবাদ লোকাল: সকাল ১১ টা ৭ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে। দুপুর ১ টা ১৫ মিনিটে হাসনাবাদ থেকে ছাড়বে একটি ট্রেন।

এছাড়াও মেট্রোরেলের সংখ্যাও বাড়ানো হয়েছে। রবিবার মেট্রো কম চললেও টেটের জন্য আপ-ডাউন মিলিয়ে বাড়তি আরও ৮টি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। পরীক্ষা শুরুর আগে ৭ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। বিকেলে ১০ মিনিট অন্তর চলবে। রবিবার উত্তর-দক্ষিণ শাখায় মোট ১৩৮টি ট্রেন চালানো হবে। প্রয়োজনে আরও বাড়ানো হতে পারে মেট্রোর সংখ্যা। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles