India Fuel Exports: পেট্রল-ডিজেলে কর ছাড় কেন্দ্রের, দাম কমবে কি?  

petrol-pump

মাধ্যম নিউজ ডেস্ক: পেট্রল (Petrol), ডিজেলে (Diesel) কর ছাড়ের কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার (Central Govt)। তেল উৎপাদনকারী সংস্থা এবং তেল শোধনকারী সংস্থাগুলির ওপর থেকেও উইন্ডফল করের বোঝা কমানো হয়েছে। পাশাপাশি, কমানো হয়েছে রফতানি শুল্কও। 

এতে অবশ্য সরাসরি লাভবান হবে না আমজনতা। তবে ভারত সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হতে চলেছে দেশের বৃহত্তম পেট্রোলিয়াম পণ্য রফতানিকারক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং ওএনজিসির (ONGC) মতো সরকারি তেল সংস্থাগুলি।

বিশ্বব্যাপী কমেছে অপরিশোধিত তেলের (Crude Oil) দাম। তার প্রেক্ষিতেই পেট্রোলিয়াম পণ্য রফতানির বাড়তি লাভের ওপর কর (Windfall Tax) ছাঁটল সরকার। প্রসঙ্গত, কিছু দিন আগেই ডিজেল, পেট্রল এবং বিমান জ্বালানি রফতানির ওপর উইন্ডফল ট্যাক্স আরোপ করেছিল কেন্দ্র। আর্থিক বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রের এই সিদ্ধান্তের জেরে আমজনতা সরাসরি লাভবান না হলেও, বিমান জ্বালানির দাম কিছুটা কমতে পারে।

আরও পড়ুন : পেট্রল-ডিজেলে ভর্তুকি দেবে কেন্দ্রই, দাবি অর্থমন্ত্রীর

জানা গিয়েছে, সরকার প্রতি লিটার পেট্রলে ৬ টাকা করে রফতানি কর কমিয়েছে। ডিজেল এবং বিমান জ্বালানিতে উইন্ডফল কর কমানো হয়েছে লিটার প্রতি দু’টাকা হারে। আগে দেশে উৎপাদিত প্রতি টন অপরিশোধিত তেলের জন্য কর নেওয়া হত ২৩ হাজার ২৫০ টাকা করে। সরকারের নয়া ঘোষণায় লিটার প্রতি তা কমে হচ্ছে ১৭ হাজার টাকা। শুধু তাই নয়, বিশেষ অর্থনৈতিক ক্ষেত্রে রফতানি শুল্কে ছাড় দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। ২০ জুলাই থেকেই কার্যকর করা হবে নয়া দর। প্রসঙ্গত, দেশীয় বাজারে জ্বালানির জোগান কমে যাওয়ায় রফতানিতে কর বসানোর কথা জানিয়েছিল কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন : উন্নয়নে ৮০% বরাদ্দ ছাঁটাই, রোজের খরচে কোপ ৫০%, নবান্নের হেঁসেল আর চলছে না

সরকারের তরফে জারি করা নির্দেশিকায় এও জানানো হয়েছে, স্পেশাল ইকনমিক জোন থেকে কোনও পণ্য রফতানি করলে সে ক্ষেত্রে আবগারি বিভাগ থেকে ছাড় দেওয়া হবে। তবে কোন পণ্য রফতানি করলে কত ছাড় মিলবে, সে সম্পর্কে বিশদে কিছু জানানো হয়নি সরকারের তরফে।

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share