Asia Cup: মরুশহরে হবে এশিয়া কাপ! ভারত সফরে আসছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া

করোনার জন্য শেষ দু’বছর কাঁটছাঁট করে ঘরোয়া ক্রিকেট করতে হয়েছিল। এবার অবশ্য পুরোদমে তা আয়োজন করা যাবে। ফিরতে চলেছে দলীপ আর ইরানি ট্রফি।
sourav
sourav

মাধ্যম নিউজ ডেস্ক: শ্রীলঙ্কার (Sri lanka) পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। তাই আগামী মাসে শ্রীলঙ্কা নয়, এশিয়া কাপ (Asia Cup) হবে সংযুক্ত আরব আমিরশাহীতে (UAE)।  বৃহস্পতিবার মুম্বইয়ে বিসিসিআইয়ের (BCCI) অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকের শেষে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) একথা জানান।  সৌরভ বলেন, ‘‘আসন্ন এশিয়া কাপ শ্রীলঙ্কায় হচ্ছে না। খেলা হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। কারণ, ওই সময় একমাত্র সেখানেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।’’

এশিয়া কাপের আয়োজন করা যে সম্ভব নয় তা আগেই জানিয়ে দিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তার পরেই জল্পনা শুরু হয়েছিল, তা হলে কোন দেশে হবে প্রতিযোগিতা। বুধবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড নিজেদের বক্তব্য জানায়। এসিসি-র তরফে জানানো হয়, ‘শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আমাদের জানিয়েছে, তাদের দেশে যে রাজনৈতিক পরিস্থিতি চলছে তার মধ্যে এশিয়া কাপ আয়োজন সম্ভব নয়। ওদের বিদেশি মুদ্রারও সঙ্কট রয়েছে। এই অবস্থায় ছয়টি দেশকে নিয়ে শ্রীলঙ্কায় বড় প্রতিযোগিতা ওরা আয়োজন করতে পারবে না।’ 

আরও পড়ুন: আবারও স্বপ্ন দেখাচ্ছেন নীরজ! বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে রোহিত যাদবও

২৭ অগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। এ বারের প্রতিযোগিতা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এই এশিয়া কাপ নিয়ে টানাপড়েন দীর্ঘদিনের। করোনার জন্য দফায় দফায় এশিয়া কাপের সময় পিছিয়েছে। প্রায় দেড় বছর ধরে এই টুর্নামেন্টের আয়োজন নিয়ে অনিশ্চয়তা চলছে। তাই এবারে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)এই টুর্নামেন্ট করতে বদ্ধপরিকর।

এদিন বোর্ডের মিটিংয়ের পর ভারতীয় দলের দুটো হোম সিরিজের সূচিও জানিয়ে দেওয়া হয়। ভারত সফরে আসছে দক্ষিণ আফ্রিকা। এখানে তিনটে টি-টোয়েন্টি আর তিনটে একদিনের ম্যাচ খেলবে ডেভিড মিলাররা। তার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটে ম্যাচ হবে, মোহালি, নাগপুর আর হায়দরাবাদে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ শুরু হবে ২৮ সেপ্টেম্বর থেকে। এর বাইরে ভারতীয় বোর্ড (BCCI) কর্তারা আসন্ন ঘরোয়া মরশুম নিয়েও পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছেন। করোনার জন্য শেষ দু’বছর কাঁটছাঁট করে ঘরোয়া ক্রিকেট করতে হয়েছিল। এবার অবশ্য পুরোদমে তা আয়োজন করা যাবে। ফিরতে চলেছে দলীপ আর ইরানি ট্রফি। দলীপ হতে পারে ৮ সেপ্টেম্বর থেকে। ইরানি হয়তো ১-৫ অক্টোবর। টি-টোয়েন্টি শুরু হতে পারে ১১ অক্টোবর, বিজয় হাজারে ১২ নভেম্বর আর রনজি সম্ভবত ১৩ ডিসেম্বর থেকে।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles