Bank Holidays: আগামী মাসে ১৮ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! দেখে নিন ছুটির তালিকা

Bank_Holiday

মাধ্যম নিউজ ডেস্ক: আগামী মাসটি বেশ ভালো কাটবে ব্যাঙ্ক কর্মীদের। কারণ পুরো মাসটাই প্রায় ছুটির (Bank Holidays) মেজাজে কাটাবেন তাঁরা। অগাস্ট মাসের অর্ধেকের বেশি সময় বন্ধ থাকবে ব্যাঙ্ক। তাই বিপদে পড়তে পারেন সাধারণ মানুষ। যদিও এই ডিজিটাল যুগে বেশিরভাগ মানুষই নেট ব্যাঙ্কিং ব্যবস্থায় বিশ্বাসী। তবুও কিছু কিছু কাজ এখনও ব্যাঙ্কে গিয়েই করতে হয় আমাদের। এছাড়া অনেকেই আছেন যারা এখনও অনলাইন ব্যাঙ্কিং-এ খুব একটা সরগর নন। তাই আগামী মাসে বেশ মুশকিলে পড়তে চলেছেন তাঁরা।

আরও পড়ুন: স্টক মার্কেটে ঠিকঠাক জায়গায় বিনিয়োগ করলে ফলবে সোনা, জানুন কীভাবে
 
তাই ব্যাঙ্কে কোনও কাজ থাকলে, তা পারলে এখনই সেরে ফেলুন। কিংবা কবে কবে ছুটি আছে, সেই দিনগুলি এড়িয়ে ব্যাঙ্কে যান। 

রিজার্ভ ব্যাঙ্কের (RBI) জারি করা ছুটির তালিকা অনুযায়ী, অগাস্ট মাসে ১৮ দিন ব্যাঙ্কে ছুটি থাকবে। এর মধ্যে উৎসবের ছুটি এবং সাপ্তাহিক ছুটি দুইই রয়েছে। 

জেনে নিন অগাস্টের কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে: 

অগাস্ট মাসে একাধিক উৎসব রয়েছে। এর মধ্যে রয়েছে কিছু জাতীয় ছুটি এবং কিছু রাজ্যের ছুটি। অগাস্ট মাসে শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী, মহররম, স্বাধীনতা দিবস, রাখী বন্ধন এবং গণেশ চতুর্থীর মতো উৎসব আছে। আর তাতেই সামনের মাসে এত লম্বা ছুটির তালিকা। এছাড়াও রয়েছে পারসি নববর্ষ এবং দ্বিতীয়-চতুর্থ শনিবার। তাছাড়াও চারটে রবিবারের ছুটি।

আরও পড়ুন: হংকংয়ে ঋণখেলাপি নীরব মোদির ২৫৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

১ অগাস্ট, ২০২২ (সোমবার) – সিকিম এবং শ্রীনগরের দ্রুকপা সে-জি উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকছে, ৮ অগাস্ট, সোমবার, মহরম (আশুরা) উপলক্ষে জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্কের ছুটি থাকবে। ৯ অগাস্ট, মঙ্গলবার মহররম (আশুরা) উপলক্ষে ত্রিপুরা, গুজরাট, মিজোরাম, মহারাষ্ট্র, কর্ণাটক, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, হায়দ্রাবাদ, রাজস্থান, উত্তর প্রদেশ, বাংলা, লখনউ, নয়াদিল্লি, বিহার, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডে ব্যাঙ্ক বন্ধ থাকবে। 

১১ অগাস্ট, বৃহস্পতিবার, রাখী বন্ধন উপলক্ষে গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, হিমাচল প্রদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১২ অগাস্ট, শুক্রবার রাখী বন্ধনের ছুটি থাকবে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশের ব্যাঙ্কগুলিতে। 

১৩ অগাস্ট, শনিবার, মণিপুরে দেশপ্রেমিক দিবসের কারণে ব্যাঙ্ক বন্ধ থাকছে। অগাস্ট ১৫, সোমবার, দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের সমস্ত ব্যাঙ্কই বন্ধ থাকবে। ১৬ অগাস্ট, মঙ্গলবার, পারসি নববর্ষ উপলক্ষে মহারাষ্ট্রে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৮ অগাস্ট, বৃহস্পতিবার, জন্মাষ্টমী উপলক্ষে ওড়িশা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৯ অগাস্ট, শুক্রবার জন্মাষ্টমী (শ্রাবণ ভাদ-8) / কৃষ্ণ জয়ন্তী উপলক্ষে গুজরাত, মধ্যপ্রদেশ, চণ্ডীগড়, তামিলনাড়ু, সিকিম, রাজস্থান, জম্মু, বিহার, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড, মেঘালয়, হিমাচল প্রদেশ এবং শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকলে। 

২০ অগাস্ট, সোমবার, হায়দ্রাবাদে শ্রী কৃষ্ণ অষ্টমীর কারণে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ২৯ অগাস্ট, সোমবার, শ্রীমন্ত শঙ্করদেব তিথি উপলক্ষে আসামের ব্যাঙ্কগুলিতে কোনও পরিষেবা পাওয়া যাবে না। ৩১ অগাস্ট, বুধবার, সম্বতসরি (চতুর্থী পক্ষ) / গণেশ চতুর্থী / বর্ষসিদ্ধি বিনায়ক ব্রত / বিনায়ক চতুর্থী উপলক্ষে গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, ওড়িষা, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং গোয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।   

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share