Sourav Ganguly: সৌরভের ট্যুইট ঘিরে সমালোচনা! জানেন বিসিসিআই প্রেসিডেন্টকে কী বলছেন নেটিজেনরা?

sourav

মাধ্যম নিউজ ডেস্ক: কমনওয়েলথ গেমসের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ৯ রানে হেরে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে হরমনপ্রীত, স্মৃতি মন্ধানাদের। অথচ ম্যাচে একসময় জয়ের পাল্লা ভারী ছিল ভারতের পক্ষেই। সেই কথা জানিয়ে ট্যুইট করেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। ট্যুইট বার্তায় তিনি লেখেন, ‘রুপো জয়ের জন্য ভারতীয় মহিলা দলকে অভিনন্দন। তবে ওরা হতাশ হয়েই বাড়ি ফিরবে কারণ আজ রাতে ম্যাচটা ওদেরই ছিল।’ প্রাক্তন ভারত অধিনায়কের এই ট্যুইট ঘিরে সমালোচনার ঝড় উঠেছে নেট দুনিয়ায়। 

সৌরভের মতো ক্রিকেটার বিসিসিআইয়ের দায়িত্বে থাকা সত্ত্বেও মহিলাদের আইপিএল এখনও সম্পূর্ণ রূপে চালু করা যায়নি কেন সে নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। ভারতীয় মহিলা ক্রিকেটের সিস্টেম,পরিকাঠামোও খারাপ, বলে দাবি একাংশের। হরমনপ্রীতদের হারের নেপথ্যে  সৌরভকেই কাঠগড়ায় তুলেছেন নেটিজেনদের একাংশ।


প্রসঙ্গত, কমনওয়েলথ ফাইনালে স্নায়ু চাপে জেতা ম্যাচ হেরে এসেছে ভারত।  টসে জিতে প্রথমে ব্যাট করে ১৬১ রান করে মেগ ল্যানিংয়ের অস্ট্রেলিয়া। রান তাড়া করার শুরুটা দুর্দান্ত হয়েছিল ভারতের। অধিনায়ক হরমনপ্রীত এবং জেমাইমা রডরিগেজের পার্টনারশিপে তর তর করে এগোচ্ছিল ভারতের ইনিংস। কিন্তু ১১৮ রানে দুই উইকেট থেকে দলের ব্যাটিং বিপর্যয় শুরু হয় এবং শেষ পর্যন্ত ১৫২ রানে অল আউট হয়ে যায় ভারত। দলের হয়ে সর্বোচ্চ রান হরমনপ্রীতের ৬৫। দলের অন্যান্য ব্যাটাররা একটু বুঝেশুনে খেললে সোনা জিতত ভারতই। 

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share