OTT Movies and Web Shows: মাসের শুরুতেই ধামাকা! ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হচ্ছে একাধিক সিনেমা ও ওয়েব সিরিজ

ott-collage

মাধ্যম নিউজ ডেস্ক: সিনেমা প্রেমীদের জন্য এবারে আসতে চলেছে দারুণ খবর। চলতি বছরের সেপ্টেম্বর মাস বেশ জমজমাট হতে চলেছে। কারণ প্রচুর সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজও রিলিজ হতে চলেছে এই মাসে। আর করোনা আবহের মধ্যে তো ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তা আরও বেড়ে গিয়েছে। আর এই ছবিগুলোর অনেক ছবি, ওয়েব সিরিজ ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হতে চলেছে। ওটিটি প্ল্যাটফর্মের এক আলাদাই ফ্যানবেস রয়েছে, আর বহু প্রতীক্ষিত এই ছবিগুলো এই মাসে রিলিজ করার কারণে সবার উত্তেজনা আরও বেড়ে গিয়েছে। অনুমান করা হচ্ছে এই ফিল্ম গুলি বক্স অফিসে দুর্দান্ত সফলতা অর্জন করবে। দর্শকরা অধির আগ্রহের সঙ্গে অপেক্ষা করেছিল এই সিনেমাগুলি দেখার জন্য। তবে দেখে নেওয়া যাক আজ ওটিটি প্ল্যাটফর্মে কী কী ছবি রিলিজ হতে চলেছে…

কাঠপুতলি (Cuttputlli)

অক্ষয় কুমারের মুক্তি পাওয়া ৩ টি সিনেমা এই বছর বক্স অফিসে ফ্লপ হয়েছে। চলতি মাসের ২ তারিখে অর্থাৎ আজ অক্ষয়ের ‘কাঠপুতলি’ নামের আরেকটি ছবি ওটিটি প্ল্যাটফর্ম Disney+Hotstar-এ মুক্তি পেতে চলেছে। যেখানে তাঁকে আবারও পুলিশের চরিত্রে দেখা যাবে। রঞ্জিত এম তিওয়ারি পরিচালিত ছবিটি অ্যাকশন সিনেমাই হতে চলেছে। তবে দেখা যাক, অক্ষয় এবারে তাঁর অনুরাগীদের মন রাখতে পারনেন কি না।

লর্ড অফ দ্য রিংস: রিংস অফ পাওয়ার  (Lord Of The Rings: Rings Of Power)

এই সিরিজটি বিখ্যাত উপন্যাস ‘লর্ড অফ দ্য রিংস’-এর থেকে অনুপ্রাণিত হয়েই এই সিরিজটি তৈরি করা হয়েছে। এটি আমেরিকার একটি টেলিভিশন শো। যা ২ সেপ্টেম্বর Amazom Prime-ই রিলিজ হয়েছে।  এটি ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালম এবং কন্নড় ভাষায় রিলিজ হয়েছে।

আরও পড়ুন: বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ‘লাল সিং চাড্ডা’, পারিশ্রমিকে ‘না’ আমিরের

ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস সিজন ২ (Fabulous Lives of Bollywood Wives Season 2)

করণ জোহার পরিচালিত এই সিরিজটি একটি হিট আন্তর্জাতিক সিরিজ ‘দ্য রিয়েল হাউসওয়াইভস’ দ্বারা অনুপ্রাণিত বলে মনে করা হয়। এটি Netflix-এ আজ রিলিজ হতে চলেছে।

খুদা হাফিজ ২(Khuda Haafiz Chapter 2)

ফারুখ কবির পরিচালিত খুদা হাফিজ ২ একটি অ্যকশন-থ্রিলার সিনেমা এবং এটি খুদা হাফিজ ছবির দ্বিতীয় পার্ট। এই ছবিটি বড় পর্দায় ৮ জুলাই রিলিজ হয়েছিল তবে আজ Zee5-এ রিলিজ হতে চলেছে।

বিক্রান্ত রোনা (Vikrant Rona)

এই বছরে ২৮ জুলাই এই ছবিটি বড় পর্দায় এসেছে এবং এই ছবির ট্রেলার রিলিজ হওয়ার পর থেকেই অনেক চর্চা শুরু হয়। এটি Zee5-এ ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালম এবং কন্নড় ভাষায় রিলিজ হয়েছে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share