WhatsApp: মেসেজ যতই হোক পুরনো, হোয়াটসঅ্যাপের এই নয়া ফিচার খুঁজে দেবে এক নিমেষে!

pic

মাধ্যম নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপ (WhatsApp) ছাড়া বর্তমান প্রজন্মের জীবন যেন অচল। নিত্য নতুন ফিচার নিয়ে এসে আরও জনপ্রিয় হয়ে উঠছে হোয়াটসঅ্যাপ। এই অ্যাপটি লক্ষাধিক মানুষ ব্যবহার করে এবং বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম প্রধান যোগাযোগ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে এই অ্যাপ। অফিস থেকে বাড়ি পর্যন্ত, অ্যাপটিতে প্রতিদিন শত শত মেসেজ আদান – প্রদান করা হয়, ফলে এই মেসেজেগুলো কোনও প্রয়োজনে ট্র্যাক করা  কঠিন হয়ে পড়ে। কিন্তু আর চিন্তা নেই, কারণ ইউজারদের এই সমস্যা সমাধানের জন্যও হোয়াটসঅ্যাপ ফের এক নতুন ফিচার নিয়ে আসতে চলেছে। যেখানে আপনি খুব সহজেই কোনও নির্দিষ্ট তারিখ বসিয়ে সেই দিনের মেসেজ পড়তে পারবেন।

এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ আপনাকে একটি সুবিধা দিয়েছিল যে, কোনও শব্দ দিয়ে খুঁজলে আপনার সেই প্রয়োজনীয় মেসেজটি সামনে চলে আসত, কিন্তু এবারে পুরনো মেসেজ খোঁজা হবে আরও সহজ। অনেক সময় কোনও পুরনো চ্যাট খুঁজতে গেলে অনেক সময় লেগে যায়, তাই এবার ব্যবহারকারীদের সমস্যার সমাধান করতে হোয়াটসঅ্যাাপ নিয়ে এসেছে চার্জ বাই ডেট ফিচার, অর্থাৎ আপনি এবার তারিখ দিয়ে মেসেজ খুঁজে বার করতে পারবেন। আপনি যদি কোনও নির্দিষ্ট বা বিশেষ দিনের মেসেজ খুঁজে বের করতে চান তবে এই ফিচারের সাহায্যে খুব সহজেই পেয়ে যাবেন পুরনো মেসেজ।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে ফের নয়া ফিচার! অন্য নম্বর ছাড়াই নিজেকে মেসেজ পাঠান নিজেই

এই ফিচারে হোয়াটসঅ্যাপে একটি ক্যালেন্ডার আইকন যোগ করা হবে। ফলে আপনি মেসেজ টাইপ করার জায়গার পাশে এই আইকোনটি দেখতে পাবেন। আর এই আইকনে ক্লিক করলে আপনি নিজের ইচ্ছা মতো তারিখ পছন্দ করে বেছে নিলে সেই নির্দিষ্ট দিনের সব মেসেজ দেখতে পাবেন।

wabetainfo-র রিপোর্ট অনুযায়ী, এই ফিচারটি এই মুহূর্তে ডেভেলপমেন্টের প্রাথমিক পর্যায়ে রয়েছে। ইতিমধ্যেই এর টেস্টিং শুরু হয়ে গিয়েছে। কিন্তু কবে এই ফিচারটি আসতে চলেছে, এবিষয়ে কিছুই জানানো হয়নি হোয়াটসঅ্যাপের তরফে। কিন্তু অনুমান করা  হচ্ছে, খুব শীঘ্রই ফিচারটি হোয়াটসঅ্যাপ রোল আউট করবে। তবে জানা গিয়েছে, আইফোন  গ্রাহকরা এই ফিচারটি প্রথমে ব্যবহার করার সুযোগ পাবেন। অর্থাৎ এই ফিচার প্রথমে আইফোনে আনা হবে ও তারপরে অ্যান্ড্রয়েডে।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share