মাধ্যম নিউজ ডেস্ক: লাদাখ ও অরুণাচল সীমান্তে চিনের সঙ্গে ভারতের বৈরিতা লেগেই আছে। যদিও গোগরা-হটস্প্রিং এলাকা থেকে সেনা সরানোর সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। কিন্তু পাকিস্তান বা চিনকে পুরোপুরি ভরসা করা যায় না, এমনই অভিমত কুটনৈতিক মহলের। অতীতেও বহুবার শান্তি ফেরাতে উদ্যোগী হয়েও পিছিয়ে এসেছে প্রতিবেশী এই দুই দেশ। তাই দেশের নিরাপত্তার খাতিরে কোনওরকম সমঝোতায় নারাজ ভারত। কারুর জমি অধিগ্রহণ নয় কিন্তু নিজের মাটিতে অনুপ্রবেশও বরদাস্ত করবে না ভারতীয় সেনা। তাই অরুণাচল প্রদেশে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সবসময় টহল দিচ্ছে ভারতীয় সেনা। এম ৭৭৭ হাউইৎজারও মোতায়েন করা হয়েছে এই এলাকায়।
আরও পড়ুন: সীমান্তে শান্তি কাম্য! আজ লাদাখে সেনাপ্রধান, গোগরা-হটস্প্রিং থেকে সরছে ভারত ও চিনের সেনা
মেক ইন ইন্ডিয়া প্রকল্পকে সামনে রেখে নানা আধুনিক সমরাস্ত্রে সেজেছে ভারতীয় সেনাবাহিনী। লাইট মেশিন গান, অ্যাসল্ট রাইফেল, রকেট লঞ্চার সহ নানা উন্নত অস্ত্র রয়েছে সেনার কাছে। সূত্রের খবর, চিনুক হেলিকপ্টারকেও মোতায়েন করা হচ্ছে পূর্ব ভারতের সীমান্তে। সেনারা যাতে অরুণাচলের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় অতি দ্রুত পৌঁছে যেতে পারে তাই চিনুক হেলিকপ্টারের ব্যবস্থা করা হচ্ছে। তৈরি হচ্ছে নয়া হেলিপ্যাড।
আরও পড়ুন: ফের জাল নোটের কারবার! আসামে জাল নোট ও জাল নোট তৈরি করার মেশিন সহ গ্রেফতার ৪ জন
একই সঙ্গে সীমান্ত বরাবর নতুন স্যাটেলাইট টার্মিনালেরও ব্যবস্থা করছে সেনা। পারস্পরিক যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করার লক্ষ্যেই এই বিশেষ ব্যবস্থা। এ প্রসঙ্গে ব্রিগেডিয়ার ঠাকুর মায়াঙ্ক সিনহা জানিয়েছেন, আরও দক্ষ সেনা কাম্য। তাই সেনার প্রশিক্ষণ ও নয়া সমরাস্ত্রের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সূত্রের খবর, নতুন যে অস্ত্রগুলি সেনা পাচ্ছে তার মধ্যে অন্যতম হল ইজারেয়েলে তৈরি নাগেভ লাইট মেশিন গান, মার্কিন অ্যাসাল্ট রাইফেল, সুইডিশ রকেট লঞ্চার। আমেরিকায় তৈরি বিভিন্ন গাড়িও যুক্ত করা হচ্ছে। এই গাড়িগুলি দুর্গম অঞ্চল পর্যন্ত চলে যেতে পারে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours