Indian Students: ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াদের পড়া শেষ করতে হবে বিদেশে, ঘোষণা ন্যাশনাল মেডিক্যাল কমিশনের

Indian_mbbs_students

মাধ্যম নিউজ ডেস্ক: ইউক্রেন ফেরত ভারতীয় মেডিক্যাল পড়ুয়াদের জন্য নয়া ঘোষণা জাতীয় মেডিক্যাল কমিশনের। রাশিয়া ইউক্রেন যুদ্ধের (Russsia-Ukraine War) সময় ইউক্রেন থেকে হাজার হাজার ভারতীয় ডাক্তারি পড়ুয়ারা দেশে ফিরে আসে। ফলে তাঁদের ভবিষ্যত অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। কিন্তু এখন পড়ুয়াদের সেই বিষয়ে আর চিন্তা করতে হবে না। কারণ জানা গিয়েছে ইউক্রেন ফেরত পড়ুয়ারা বিশ্বের ২৯টি দেশের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তাঁদের বাকি পড়া চালিয়ে যেতে পারবে। এই সকল পড়ুয়াদের সুবিধার্থে ন্যাশনাল মেডিক্যাল কমিশন (National Medical commission) ২৯ টি দেশের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। ফলে এবারে ডাক্তারি পড়ুয়ারা তাঁদের পড়াশোনা শেষ করে ডিগ্রি অর্জন করতে পারবে।

প্রসঙ্গত, ভারতের একাধিক পড়ুয়া ইউক্রেনে ডাক্তারি পড়তে গিয়েছিল। কিন্তু ফ্রেবুয়ারি মাসে হঠাৎ রাশিয়া ও ইউক্রেন এই দুই দেশের মধ্যে শুরু হয় যুদ্ধ। এরপর সেই শিক্ষার্থীদের প্রাণ বাঁচাতে ভারতে ফিরিয়ে আনা হয়। কিন্তু তাঁদের ডাক্তারি পড়াশোনা পুরোপুরি শেষ না হওয়ায় তাঁদের ভবিষ্যত চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে। কিন্তু ৬ সেপ্টেম্বর ন্যাশনাল মেডিক্যাল কমিশন থেকে এই কথা ঘোষণা করায় তাঁরা পুনরায় আশার আলো দেখতে পায়। ২৯ টি দেশের মধ্যে যে যে দেশগুলো রয়েছে সেগুলি হল পোল্যান্ড, অস্ট্রিয়া, ফ্রান্স, জর্জিয়া, লিথুয়ানিয়া, মলদোভা, স্লোভেনিয়া, স্পেন, উজবেকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, বেলজিয়াম, মিশর, বেলারুশ, লাটভিয়া, কিরগিজস্তান, গ্রীস, রোমানিয়া, সুইডেন, ইসরাইল, ইরান, আজারবাইজান, বুলগেরিয়া, জার্মানি, তুরস্ক, ক্রোয়েশিয়া এবং হাঙ্গেরি। এই দেশগুলোর কলেজ ও বিশ্ববিদ্যালয়ে তাঁরা পড়তে পারবেন।

আরও পড়ুন: ডিএ মামলায় ফের ধাক্কা রাজ্যের! রিভিউ পিটিশন খারিজ করল হাইকোর্ট

জানা গিয়েছে, ইউক্রেনের ‘অ্যাকাডেমিক মোবিলিটি প্রোগ্রাম’-এর মাধ্যমে, ভারতীয় পড়ুয়ারা বিদেশের কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে কোর্স শেষ করতে পারবেন। এনএমসি (NMC) থেকে জানানো হয়েছে, তাঁরা এই দেশগুলোর যেই কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ুক না কেন, তাঁদের ইউক্রেনের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবেই মনে করা হবে ও কোর্স শেষে ডিগ্রি সার্টিফিকেট ইউক্রেনের প্যারেন্ট মেডিকেল ইউনিভার্সিটি থেকেই দেওয়া হবে।

ইউক্রেন ফেরত প্রায় ২০ হাজার থেকে ২২ হাজার ভারতীয় পড়ুয়া রয়েছে, যার মধ্যে মোট ৭৪০ জন ছাত্র তেলেঙ্গানার। এদেরকে  হঠাৎ করে ইউক্রেনে তাঁদের এমবিবিএস কোর্স ছেড়ে ফিরে আসতে হয়েছিল। ফলে এইসব এমবিবিএস কোর্স করা পড়ুুয়াদের এই ২৯টি দেশ থেকে বিশেষ সাহায্য করা হবে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share