Bhubaneswar: সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে ওড়িশার লেডি ব্ল্যাকমেলারের কাহিনী! জানেন অর্চনার গল্প?

honey-trap-new

মাধ্যম নিউজ ডেস্ক: ওড়িশার লেডি ব্ল্যাকমেলারের কাহিনী হার মানাবে সিনেমার চিত্রনাট্যকেও। ওড়িশার কালাহান্ডির গরীব ঘরের মেয়ে অর্চনা নাগ। এখন প্রাসাদের মতো বাড়ি। বাড়ির সাজসজ্জা চোখ ধাঁধাবে। বিদেশি আসবাবপত্র, বিলাসবহুল গাড়ি, চারটি দামি কুকুর এবং একটি সাদা ঘোড়া কী নেই অর্চনার অন্দরে। তবে এখন তার স্থান গারদের পিছনে। তোলাবাজি,মধুচক্র চালানোর অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ।  তার জালে ধরা দিয়েছিল প্রভাবশালী রাজনীতিবিদ, ব্যবসায়ী থেকে সিনেমার প্রযোজক। অর্চনার বিরুদ্ধে অভিযোগ, প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো ও ছবি প্রকাশ করে দেওয়ার হুমকি দিয়ে তোলাবাজি চালাত অর্চনা। তোলাবাজির মাধ্যমে তুলত কোটি কোটি টাকা। ২৫ বছরের অর্চনার উত্থান-পতন নিয়ে ওড়িশার এক চলচ্চিত্র পরিচালক একটি সিনেমা তৈরির কথাও ভাবছেন।

আরও পড়ুন : মুদ্রাস্ফীতির দিকে চোখ রেখে তৈরি হবে আগামী বাজেট, জানালেন সীতারমন

পুলিশ সূত্রে খবর, কালাহান্ডির লাঞ্জিগড়ে জন্ম অর্চনার। ওই জেলারই কেসিঙ্গা নামে ছোট্ট এক শহরে বড় হয়েছে সে। ২০১৫ সালে অর্চনা ভুবনেশ্বরে চলে আসে। প্রথমে একটি বেসরকারি নিরাপত্তা সংস্থায় কাজ করে। পরে একটি বিউটি পার্লারে কাজ করতে থাকে। সেখানে বালেশ্বরের জগবন্ধু চাঁদের সঙ্গে পরিচয় হয় তার। জগবন্ধুর একটি পুরনো গাড়ির শোরুম ছিল। সেই সূত্রে তার সঙ্গে রাজ্যের বহু বিত্তশালী লোকেদের পরিচয় ছিল। অর্চনা ও জগবন্ধু বিয়ে করে ২০১৮ সালে। তারপরই শুরু হয় মধুচক্র চালানোর কাজ। অর্চনা প্রভাবশালী ও ধনী লোকেদের সঙ্গে ভাব জমাত এবং তাঁদের নিয়মিত নারীসঙ্গের ব্যবস্থা করে দিত। পুলিশের দাবি, সেই সময় তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলত জগবন্ধু। এরপরই শুরু হত ব্ল্যাকমেলের পালা। এইভাবে কোটি কোটি টাকা তুলেছে তারা। 

আরও পড়ুন: ফের আইনি গেরোয় প্রাথমিকে নিয়োগ, বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা 

সম্প্রতি, নয়াপল্লি থানায় ওড়িয়া সিনেমার প্রজোযক অক্ষর পারিজা অভিযোগ করেন, অশ্লীল ছবি ভাইরাল করে দিয়ে তাঁর থেকে তিন কোটি টাকা দাবি করেছিল অর্চনারা। সূত্রের খবর, শুধু পারিজা নয়, অর্চনাদের নিশানায় ছিল রাজ্যের শাসক দল বিজেডির একাধিক নেতা, ব্যবসায়ীরাও। এরপর একটি মেয়ে অর্চনার বিরুদ্ধে মধুচক্রে কাজ করানোর অভিযোগ জানানোর পরই গ্রেফতার করা হয় তাকে।  ভুবনেশ্বরের ডেপুটি কমিশনার প্রতীক সিং জানিয়েছেন, যে মহিলা অর্চনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন, তিনি নিজের পরিচয় গোপন রাখতে চেয়েছেন। ওই পুলিশ কর্তা বলেছেন, ‘সংবাদমাধ্যমের কাছে যাতে কোনও তথ্য ফাঁস না হয়ে যায়, সেজন্য উনি আমাদের কাছে আর্জি জানিয়েছেন। তাঁর আশঙ্কা যে পরিচয় ফাঁস হয়ে গেলে তাঁর জীবন বিপন্ন হয়ে পড়বে। তাই এই বিষয়টি নিয়ে আমরা আপাতত বেশি কিছু বলতে পারব না।’

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share