Twitter Jobs: ট্যুইটারের দায়িত্ব পেয়েই ৩৭০০ কর্মী ছাটাইয়ের পথে ইলন মাস্ক

elon

মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটার (Twitter) কিনেছেন ইলন মাস্ক (Elon Mask)। ট্যুইটার নিজের দায়িত্বে আসার পর থেকেই একের পর এক বড় বড় সিদ্ধান্ত নিয়েছেন টেসলা কর্ণধার। এবার কর্মী ছাটাইয়ের পথে হাটতে পারেন বিশ্বের সবচেয়ে ধনী এই ব্যক্তি। কোম্পানি চালাতে ঠিক কত কর্মীর প্রয়োজন, সে বিষয়ে এখন চলছে হিসেব নিকেষ । এমনই খবর সামনে এসেছে। একটি রিপোর্টে বলা হয়েছে, ইলন মাস্ক প্রায় ৩,৭০০ কর্মীকে ছাঁটাই করতে চলেছেন। সেই সঙ্গে ট্যুইটারের কর্মীদের যে ওয়ার্ক ফ্রম হোম পলিসি চলছিল, তাও এবার শেষ হতে চলেছে।  ট্য়ুইটারে যাঁরা চাকরি করেন তাঁদের এবার অফিসে এসে কাজ করতে হবে। 
 
শুধু তাই নয়। সংস্থার অর্থনীতির হাল ফেরাতে এবার কর্মীদের বেতন কমানোর রাস্তাতেও হাঁটতে পারেন ট্যুইটারের নয়া মালিক। বিশেষ করে সেলস, প্রোডাক্ট, ইঞ্জিনিয়ারিং, লিগাল, ট্রাস্ট এবং সেফটি, এই দফতরগুলি থেকে একাধিক কর্মীর বেতন কমানো হচ্ছে বলে খবর।

আরও পড়ুন: গুজরাট ডেঙ্গি ইস্যুতে বিজেপির পুরসভা অভিযানে ধুন্ধুমার, আটক অগ্নিমিত্রা, সজল সহ একাধিক নেতা

সেখানকার বোর্ড অফ ডিরেক্টরটেও খুব শীগগির পরিবর্তন আনা হবে বলে জানা গিয়েছে।  

এদিকে ইলন মাস্ক কোম্পানির দায়িত্ব নেওয়ার পর থেকেই চাকরি যাওয়ার ভয় পেতে শুরু করেছেন কর্মীরা। মানসিক চাপ বাড়ছে কর্মীদের। তাই কাজের চাপে অফিসের মেঝেতেই ঘুমিয়ে পড়লেন এক ট্যুইটার কর্মী। ভাইরাল সেরকমই এক ছবি। ছবিটি পোস্ট করেছেন ট্যুইটার স্পেসের প্রোডাক্ট ম্যানেজার ইভান জোন্স। ছবিটি শেয়ার করে তিনি লেখেন, “যখন ইলনের ট্যুইটার থেকে আপনার কিছু পাওয়ার থাকে।” এই পোস্টে ট্যুইটার কর্মীদের মানসিক চাপের বিষয়টি তুলে ধরতে চেয়েছেন তিনি।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share