Twitter Down: ইলন মাস্ক দায়িত্ব নিতেই ট্যুইটার ডাউন! কর্মী ছাঁটাইয়ের সঙ্গে যোগসূত্র নিয়ে শুরু জল্পনা

শুক্রবার সকাল ৭টার  থেকেই বেশি করে সমস্যা তৈরি করছে মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম।
twitter
twitter

মাধ্যম নিউজ ডেস্ক: ফের ট্যুইটারে বিপত্তি (Twitter Down)! ইলন মাস্ক (Elon Musk) দায়িত্ব নিতেই ট্যুইটারে সমস্যা! অন্তত কিছু ব্যবহারকারীদের এমনটাই অভিযোগ। দেশজুড়ে অনেকেই ট্যুইটার ডাউন বলে অভিযোগ করছেন। অনেকেই বলছেন, ট্যুইটারে লগ ইনই করা যাচ্ছে না। আবার অনেকে বলছেন, ট্যুইটার ফিডে আসছে না নতুন কোনও পোস্ট। ওয়েব ও অ্যাপ দুটোতেই একই সমস্যা হচ্ছে। আবার ইলন মাস্ক দায়িত্ব নিতেই শুরু করেছে কর্মী ছাঁটাই। তাই এর ফলেই মাইক্রো ব্লগিং সাইটে এমন গোলোযাগ দেখা গিয়েছে নাকি তা নিয়েও চলছে জোর জল্পনা।

উল্লেখ্য কয়েকদিন আগেই হোয়াটসঅ্যাপে যে সমস্যা হয়েছিল, সেই একই সমস্যা শুরু হয়েছে ট্যুইটারেও। রিয়েল-টাইম সার্ভিস ট্র্যাকার ডাউন ডিটেক্টর অনুসারে, ভোর-রাত ৩টার থেকেই সমস্যা দেখা যাচ্ছিল ট্যুইটারে। পরে শুক্রবার সকাল ৭টার  থেকেই বেশি করে সমস্যা তৈরি করছে মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম (Twitter Down)।

আরও পড়ুন: ট্যুইটারের দায়িত্ব পেয়েই ৩৭০০ কর্মী ছাটাইয়ের পথে ইলন মাস্ক

অনেক ব্যবহারকারীর অভিযোগ, যখন ব্যবহারকারীরা তাদের ট্যুইটার ফিড লোড করার চেষ্টা করছেন, তখনই Error message চলে আসছে। ১৩০ জনেরও বেশি ব্যবহারকারী প্ল্যাটফর্মের সমস্যা হচ্ছে বলে রিপোর্ট করেছেন। সকাল ১০ টার পর থেকে সমস্যা কমেছে, এমন মেসেজও পোস্ট হয়েছে। ডাউন ডিটেক্টরের বিভ্রাটের মানচিত্র অনুসারে, ভারতের দিল্লি, কলকাতা, নাগপুর, হায়দ্রাবাদ, মুম্বই এবং বেঙ্গালুরুর মতো শহরে সবচেয়ে বেশি ইউজার সমস্যার সম্মুখীন হয়েছেন (Twitter Down)।

প্রসঙ্গত, ২৮ অক্টোবর ট্যুইটার কিনেছেন টেসলা সিইও ইলন মাস্ক। দায়িত্ব নেওয়ার পর প্রথমেই তিনি পুরনো শীর্ষ কর্তাদের ছেঁটে ফেলার প্রক্রিয়া শুরু করেন। সেই তালিকায় ছিলেন সংস্থার ভারতীয় বংশোদ্ভূত সিইও পরাগ আগরওয়াল ও সিএফও নেদ সেগাল। এছাড়াও কর্মী ছাঁটাইও শুরু করেছেন তিনি। প্রায় ৩,৭০০ কর্মীকে ছাঁটাই করতে চলেছেন, সূত্রের খবর। জানা গিয়েছে, আজ শুক্রবারই সংস্থার কর্মীদের ট্যুইটার জানিয়ে দেবে কাদের রাখা হবে এবং কাদের নয়৷ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ৯টা থেকেই ইমেল পেতে শুরু করবেন কর্মীরা৷ ফলে এরই মাঝে এমন ঘটনা ঘটায় অনেকেই মনে করছেন যে, ট্যুইটার বিভ্রাটের সঙ্গে কর্মী ছাঁটাই-এর সম্পর্ক নেই তো!

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles