Hindu: হিন্দুদের নিয়ে বিতর্কিত মন্তব্য, ক্ষমা চাইলেন বদরুদ্দিন আজমল

Badaruddin_ajmal

মাধ্যম নিউজ ডেস্ক: হিন্দুদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার একদিন পর, অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (এআইইউডিএফ) প্রধান বদরুদ্দিন আজমল শনিবার ‘ক্ষমা’ চেয়ে বলেন যে কারও অনুভূতিতে আঘাত করার কোনও উদ্দেশ্য তাঁর ছিল না।

আজমলের বিবৃতি

“কোনও সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করার কোনও উদ্দেশ্যই আমার ছিল না। আমি আমার বক্তব্যে গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। একজন সিনিয়র নেতা হিসেবে আমার এমন মন্তব্য করা উচিত হয়নি। আমার মন্তব্যে আহত সকলের কাছে আমি ক্ষমাপ্রার্থী। গতদিনের বিবৃতিতে আমি লজ্জিত। সরকার যেন সংখ্যালঘুদের প্রতি ন্যায়বিচার করে এবং তাদের জন্য  শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে, এটুকুই আমার প্রত্যাশা।” এটাই ছিল আজমলের এদিনের বিবৃতি। তাঁর আরও সংযোজন , জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে আমাদের ভাবার প্রয়োজন আছে।

আরও পড়ুন: খোশমেজাজে জেলবন্দি আফতাব! দিন কাটছে দাবা খেলে, বই পড়ে

 প্রসঙ্গত গত শুক্রবার বদরউদ্দিন আজমল বলেছিলেন যে মুসলমানদের মতো হিন্দুদেরও অল্প বয়সে বিয়ে করা উচিত।

“মুসলিম পুরুষরা ২০-২২ বছর বয়সে বিয়ে করে আর মুসলিম মহিলারা ১৮ বছর বয়সে বিয়ে করে, যেমনটি সরকারি আইন রয়েছে। তবে, তাদের (হিন্দুদের) বিয়ের আগে একটি দুটি বা তিনটি অবৈধ স্ত্রী থাকে। তারা সন্তানের জন্ম দেয় না”। এমনটাই শুক্রবার বলেছিলেন এআইইউডিএফ প্রধান।

মিঃ আজমল বলেন, “তাদেরও (হিন্দুদের) মুসলমানদের অনুসরণ করা উচিত এবং অল্প বয়সে বিয়ে করা দরকার। ছেলেদের ২০-২২ বছর বয়সে এবং মেয়েদের ১৮-২০ বছর বয়সে বিয়ে দিন এবং তারপর দেখুন কত সন্তানের জন্ম হয়। “

বিজেপির প্রতিক্রিয়া

আসামের বিজেপি বিধায়ক দিগন্ত কলিতা, এআইইউডিএফ প্রধানের এই মন্তব্যের জন্য তীব্র নিন্দা করে বলেছেন, “ওনার বাংলাদেশে ফিরে যাওয়া উচিত। আমাদের বদরউদ্দিন আজমলের কাছ থেকে শেখার দরকার নেই। এটা ভগবান রাম এবং দেবী সীতার দেশ। এখানে বাংলাদেশিদের কোনো জায়গা নেই”।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share