মাধ্যম নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকে দিল্লি সফরে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দেখা হয় প্রধানমন্ত্রীর সঙ্গেও। হয় সৌজন্য বিনিময়ও। এছাড়াও একান্তে সাক্ষাৎ হয় অমিত শাহের সঙ্গে। সেখানে শুভেন্দু তুলে ধরেন তাঁর বিরুদ্ধে রাজ্য সরকারের করা মামলার তালিকা। মামলার তালিকার একটি লিফলেট বানিয়ে সংসদ ভবনে যান শুভেন্দু। স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেন সেই লিফলেট।
শাহী সাক্ষাৎ
দিল্লি সফরের দ্বিতীয় দিনে সংসদ ভবনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে প্রায় ৩০ মিনিট কথা বলেন শুভেন্দু (Suvendu Adhikari)। গত ১৭ ডিসেম্বর কলকাতা সফরে এসে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। এর পর বিমানবন্দরে বিদায় জানানোর সময় শুভেন্দুকে দিল্লিতে আমন্ত্রণ করেন অমিত শাহ। শুভেন্দু দাবি জানান, তাঁর সঙ্গেও একান্ত বৈঠক করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীকে। বিরোধী দলনেতার দাবি মেনে নেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁকে মঙ্গলবার দিল্লিতে সংসদ ভবনে দেখা করতে বলেন।
সেই মতো সোমবার দিল্লিতে সাংসদদের বৈঠকে অংশগ্রহণ করেন শুভেন্দু (Suvendu Adhikari)। বৈঠকের পর মঙ্গলবার দুপুরে সংসদ ভবনে গিয়ে অমিত শাহের সঙ্গে একান্তে বৈঠক করেন শুভেন্দু। সঙ্গে নিয়ে যান তাঁর ছাপানো লিফলেট। ১৯৫৬ নামে সেই লিফলেটে তুলে ধরা হয়েছে তাঁর বিরুদ্ধে রাজ্যজুড়ে পুলিশের দায়ের করা ২৬টি মামলার তালিকা। শাহ লিফলেট দেখে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, "আপনার বিরুদ্ধে তো গোটা রাজ্যে মামলা করেছে দেখছি।"
আরও পড়ুন: ‘বিজেপির একটি কুকুরও প্রাণ দেয়নি...’, খাড়গের মন্তব্যে উত্তাল রাজ্যসভা
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পরেই সংসদের সেন্ট্রাল হলে অপেক্ষা করার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর দেখা হয়। শুভেন্দুকে (Suvendu Adhikari) দেখে মোদি প্রশ্ন করেন, "কেমন আছেন?" তিন মিনিটের জন্যে কথাবার্তা হয় দুজনের। এর পর উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করেন তিনি। এর পরেই দেখা করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে। তাঁকে সঙ্গ দেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।
It's an honour to meet the Hon'ble Union Minister Shri @AmitShah Ji.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 20, 2022
I thank him for meeting me for almost 30 minutes at his Office in the Parliament. We discussed several issues of West Bengal and the way forward. pic.twitter.com/GxkgLnbQTa
+ There are no comments
Add yours