Salman Khurshid: রাহুল গান্ধীকে রামের সঙ্গে তুলনা সলমন খুরশিদের, কড়া জবাব দিল বিজেপি

Salman Khurshid: বিজেপি নেতা দুষ্যন্ত গৌতম বলেন, “রাহুল যদি রাম হন, তবে কেন তাঁর সেনাবাহিনী পোশাক ছাড়া ঘোরাফেরা করে না?"
Dushyant_Gautam_
Dushyant_Gautam_

মাধ্যম নিউজ ডেস্ক: দেশের রাজনীতির বিতর্কে ফের নাম জড়াল রামের। এবারে রাহুল গান্ধীকে ভগবান রামের সঙ্গে তুলনা করলেন কংগ্রেস নেতা সলমন খুরশিদ (Salman Khurshid)। এতে ফের দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। শুধু রাম নয়, ভারত জোড়ো যাত্রায় যোগ দিয়ে তিনি রাহুলকে অতিমানব, ধ্যানমগ্ন সন্ন্যাসী, যোগীর সঙ্গেও তুলনা করেছেন। এছাড়াও কংগ্রেসকে 'ভরত'-এর সঙ্গে এবং চলমান 'ভারত জোড়ো যাত্রা'কে মহাকাব্য রামায়ণের সঙ্গে তুলনা করেছেন। আর খুরশিদের এই সব মন্তব্যকেই তীব্র কটাক্ষ করেছে বিজেপি। হিন্দু ভাবাবেগে আঘাত করেছে বলে দাবি করে বিজেপির তরফে জানানো হয়, এই তো আসল পরিবার ভক্তির নমুনা! পাশাপাশি খুরশিদকে ক্ষমা চেয়ে নেওয়ার পরামর্শও দিয়েছে বিজেপি।

ঠিক কী বলেছিলেন খুরশিদ?

উত্তরপ্রদেশে ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) চলছে কিন্তু অনুপস্থিত রাহুল গান্ধী। সে রাজ্যে এই কর্মসূচির কো অর্ডিনেটর সলমন খুরশিদ (Salman Khurshid)। রাহুলের অনুপস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খুরশিদ বলেন, “রামচন্দ্র সর্বত্র পৌঁছতে পারেননি কিন্তু তাঁর পাদুকা বহন করেছিলেন তাঁর ভাই ভরত। রামচন্দ্রের পাদুকা উত্তরপ্রদেশে পৌঁছে গিয়েছে। এবার রামও আসবেন, এটা আমাদের বিশ্বাস।” তিনি আরও বলেন, “রাহুল গান্ধী অতিমানব। আমরা যখন ঠান্ডায় জমে আছি এবং জ্যাকেট পরছি, তখন তিনি টি-শার্ট পরে বের হচ্ছেন। তিনি একজন যোগীর মত তাঁর 'তপস্যা' করছেন।”

বিজেপির প্রতিক্রিয়া

সলমন খুরশিদের (Salman Khurshid) এই মন্তব্যের পরেই বিজেপি তাঁকে তীব্র কটাক্ষ করছে। রাহুল গান্ধীকে ভগবান রামের সঙ্গে তুলনা করায় কংগ্রেস নেতাকে তিরস্কার করেছে বিজেপি।

আরও পড়ুন: হাসপাতালে ভর্তি হীরাবেন, অসুস্থ মাকে দেখতে গুজরাট পৌঁছলেন নরেন্দ্র মোদি

গৌরব ভাটিয়া কী বললেন?

বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া বলেছেন, ভোট পাওয়ার জন্য কংগ্রেস যেকোনও ধরণের রাজনীতি করতে পারে। গৌরব ভাটিয়া বলেছেন, “এটা কংগ্রেস দলের ডিএনএ-তে আছে। তারা যদি ভোট চায়, তারা যে কোনো ধরণের রাজনীতি করতে পারে এবং সলমন খুরশিদ আমাদের আরাধ্য দেবতা ভগবান শ্রী রামকে এমন এক অপরাধীর সঙ্গে তুলনা করেছেন যিনি জামিন পেয়ে মুক্তি পেয়েছেন। ভারতের জনগণ তাঁকে উত্তর দেবে। নির্বাচন এলে তিনি ভন্ড হিন্দু হয়ে যান।”

বিজেপি সাধারণ সম্পাদক দুষ্যন্ত গৌতমের প্রতিক্রিয়া

বিজেপি নেতা দুষ্যন্ত গৌতম বলেন, “রাহুল যদি রাম হন তবে কেন তাঁর সেনাবাহিনী পোশাক ছাড়া ঘোরাফেরা করে না? কংগ্রেসিদের পোশাক ছাড়াই ঘোরাফেরা করা উচিত, যেমন ভগবান রামের বানর সেনারা করত।” তিনি আরও বলেন, "রাহুল গান্ধীকে জানাতে হবে যে তিনি কোন প্রসাদ খান, যার কারণে তিনি ঠাণ্ডা অনুভব করেন না। একই প্রসাদ তাঁর সেনাকেও দেওয়া উচিত যাতে তাদেরও ঠান্ডায় পোশাক পরতে না হয়।"

শেহজাদ পুনাওয়ালার কড়া জবাব

বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা আজ ট্যুইটারে খুরশিদের (Salman Khurshid) মন্তব্যের জবাব দিয়েছেন। তিনি বলেছেন, “ঈশ্বর ও দেশের প্রতি ভক্তির চেয়ে যখন পরিবারের প্রতি ভক্তি বেড়ে যায়, তখন এধরণের মন্তব্য করা হয়। এই মন্তব্য হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে। উনি অন্য ধর্মের সঙ্গে এমন তুলনা করতে পারবেন?”

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles