Heeraben Modi Death: প্রধানমন্ত্রীর মায়ের প্রয়াণে শোকাহত বলিউড, সমবেদনা জানালেন কঙ্গনা থেকে অক্ষয়

bollywood_on_modi

মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি (Heeraben Modi Death)। বয়স হয়েছিল ১০০ বছর। শুক্রবার ভোর ৩.৩০ নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মাকে হারানোর খবর নিজেই ট্যুইট করে দেশবাসীকে জানান প্রধানমন্ত্রী। হীরাবেন মোদির প্রয়াণে রাজনৈতিক মহলের বিশিষ্ট জনেরা যেমন শ্রদ্ধাজ্ঞাপন করেছেন, ঠিক তেমনই মাতৃহারা মোদির প্রতি সমবেদনা জানিয়েছেন বি-টাউনের তারকারাও। কঙ্গনা রানাউত থেকে অনুপম খের, অক্ষয় কুমার, বিবেক অগ্নিহোত্রীর মত সেলেবরা সোশ্যাল মিডিয়ায় হীরাবেন মোদির আত্মার শান্তি কামনা করেছেন ও মোদির পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

বলিউড তারকারা সোশ্যাল মিডিয়ায় লিখলেন শোকবার্তা

অনুপম খেরের শোকপ্রকাশ

মোদির মায়ের প্রয়াণে নিজের ট্যুইটে দুঃখপ্রকাশ করলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। তিনি ট্যুইটে লেখেন, “প্রিয় প্রধানমন্ত্রী মোদিজি, আপনার মায়ের মৃত্যুতে খুবই ব্যথিত। আপনার জীবনে মায়ের স্থান কোনও দিন পূরণ হবে না। কিন্তু দেশের প্রতিটি মায়ের আশীর্বাদ আপনার সঙ্গে আছে। এই দেশের সুপুত্র আপনি। আমার মায়ের আশীর্বাদও আপনার সঙ্গে আছে।”

অক্ষয় কুমারের শোকজ্ঞাপন

অক্ষয় মোদির মায়ের প্রয়াণে শোকজ্ঞাপন করে ট্যুইটে লিখেছেন “মাকে হারানোর মত কষ্ট আর কিছু নেই। এই কঠিন পরিস্থিতিতে লড়াইয়ের জন্য ভগবান আপনাকে শক্তি দিক।”

माँ को खोने से बड़ा दुख कोई नहीं. भगवान आपको इस दुख को सहने की शक्ति दे @narendramodi जी. ॐ शांति 🙏

কঙ্গনা রানাউতের শোকপ্রকাশ

বলিউড অভিনেত্রী কঙ্গনা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে মোদিজি ও তাঁর মায়ের ছবি শেয়ার করে লিখেছেন, “এই কঠিন সময়ে ভগবান নরেন্দ্র মোদিকে ধৈর্য ও শান্তি দিক। ওম শান্তি।”

অজয় দেবগনের সমবেদনা

নরেন্দ্র মোদির মায়ের প্রয়াণে প্রধানমন্ত্রীর প্রতি সমবেদনা জানালেন অজয় দেবগন। তিনি ট্যুইটে লেখেন, “হীরাবেন মোদির মৃত্যুতে আমার আন্তরিক সমবেদনা। তিনি একজন সাধারণ, নীতিনির্ধারক মহিলা ছিলেন, যিনি আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজির মত একটি ভালো ছেলেকে বড় করেছেন। ওম শান্তি। আমাদের প্রধানমন্ত্রী এবং তাঁর পরিবারের প্রতি আমার ব্যক্তিগত সমবেদনা।”

বিবেক অগ্নিহোত্রীর শোকপ্রকাশ

নরেন্দ্র মোদির মায়ের মৃত্যুতে শোকস্তব্ধ ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ট্যুইটে মাতৃহারা মোদির প্রতি সমবেদনা জানিয়েছেন বিবেক।

আবার অভিনেতা সোনু সুদ, অভিনেত্রী স্বরা ভাস্কর, কমেডিয়ান কপিল শর্মাও হীরাবেন মোদির প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share