Sumitra Sen: বাংলা সঙ্গীত জগতে নক্ষত্র পতন! প্রয়াত বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন

গত ২১ শে ডিসেম্বর তাঁর ব্রঙ্কোনিউমোনিয়া ধরা পড়ে। ভর্তি ছিলেন দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে।
1672592353_sumitra
1672592353_sumitra

মাধ্যম নিউজ ডেস্ক: চলে গেলেন বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন। তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। মঙ্গলবার ভোর ৪টে নাগাদ প্রয়াত হন তিনি। জীবনের শেষ মুহূর্তে ল্যান্সডাউনের আবাসনে ছিলেন। দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। এছাড়াও গত ২১ শে ডিসেম্বর তাঁর ব্রঙ্কোনিউমোনিয়া ধরা পড়ে। ভর্তি ছিলেন দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছিলেন নিউমোনিয়া থেকেই দেহে আনুষঙ্গিক জটিলতা সৃষ্টি হয়েছিল শিল্পীর। সোমবার রাতেই বাড়ি নিয়ে আসা হয় তাঁকে। বাড়ি থেকেই শিল্পীর চিকিৎসা চলবে এমনটাই সিদ্ধান্ত নিয়েছিল তাঁর পরিবার।

শেষ সময়ে বাড়িতেই

রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেনের দুই কন্যাও বাংলা সঙ্গীত জগতে ছাপ ফেলেছেন। তাঁর বড় কন্যা শিল্পী ইন্দ্রাণী সেন। মায়ের হাত ধরেই সুরের দুনিয়ায় পথ চলতে শুরু করেন। একই সঙ্গে রবি ঠাকুরের গান ও আধুনিক গানে নিজের প্রভাব বিস্তার করেন ইন্দ্রাণী। সুমিত্রার কনিষ্ঠ কন্যা শ্রাবণী সেনও রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসাবে জনপ্রিয়তা পেয়েছেন। মায়ের কাছেই গান শেখা শ্রাবণীর। মঙ্গলবার ভোরবেলা শ্রাবণী সেন ফেসবুকে লেখেন, ‘‘আজ মা ভোরে চলে গেলেন।’’ সুমিত্রা সেনের প্রয়াণে শোকের ছায়া সঙ্গীত মহলে।

আরও পড়ুন: বিধানসভায় ভাঙচুর, সিঙ্গুর থেকে টাটাকে বিদায় কি গঠনমূলক কাজ ছিল? মমতাকে প্রশ্ন বিরোধীদের

সঙ্গীত পরিবারের সদস্যা সুমিত্রা সেন। তাঁর গাওয়া রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গান ‘সখী ভাবনা কাহারে বলে’, ‘মধুর মধুর ধ্বনি বাজে’ আজও শ্রোতার কাছে অত্যন্ত প্রিয়। ২০১১ সালে রবীন্দ্রসদনের দায়িত্ব পেয়েছিলেন তিনি ।আগামী মার্চ মাসেই তিনি ৯০ বছর পূর্ণ করতেন। তাঁর আগেই চলে গেলেন গায়িকা। গতকালই শ্রাবণী সেন সংবাদমাধ্যমকে তাঁর মায়ের স্বাস্থ্যের বিষয়ে বলেন, ‘বয়সটা তো একটা কারণ। ভালো নেই মা। মোটামুটি আছেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলেই তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়েছে।’ সুমিত্রা কন্য়া ইন্দ্রাণীও একই কথা জানিয়ে ছিলেন সংবাদমাধ্যমকে। পরিবারের সঙ্গে রাখার সিদ্ধান্ত নিয়ে তাঁকে বাড়ি আনা হয় সোমবার। এদিকে রাত কাটতে না কাটতেই সুরলোকে চলে গেলেন গায়িকা। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles