Sourav Ganguly: সৌরভ গাঙ্গুলির বায়োপিকে কে অভিনয় করবেন নাম ভূমিকায়? কবে থেকে শুটিং?

কার্তিক আরিয়ানও অভিনয় করতে পারেন এই চরিত্রে।
sourav
sourav

মাধ্যম নিউজ ডেস্ক: সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) বায়োপিকের কাজ শুরু হতে চলেছে। সেই কাজেই গত ২৩ জানুয়ারি মুম্বাই উড়ে গিয়েছিলেন মহারাজ। লাভ ফিল্মসের অন্যতম কর্ণধার অঙ্কুর গর্গের সঙ্গে আলোচনা হয় সেখানে। শুরু হয়ে গিয়েছে চিত্রনাট্য লেখার কাজ। চিত্রনাট্য লেখা হয়ে গেলেই, নভেম্বর-ডিসেম্বর নাগাদ শুরু হয়ে যাবে শুটিং। বাজেট প্রায় ১৪০ কোটি টাকা। ভবিষ্যতে বাড়তেও পারে এই বাজেট।

এবার প্রশ্ন মহারাজের চরিত্রে দেখা যাবে কাকে? সৌরভ আগেই জানিয়েছেন, তাঁর পছন্দের তালিকায় সবার ওপরে রয়েছেন রনবীর কাপুর। এমনকি একটা সময় হৃতিক রোশনের নামও শোনা গিয়েছিল। তবে এখন জানা যাচ্ছে, কার্তিক আরিয়ানও অভিনয় করতে পারেন এই চরিত্রে।

কী জানালেন ডোনা? 

সংবাদমাধ্যমকে ডোনা গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) বলেন, "সৌরভের চরিত্রে কে অভিনয় করবেন, সেটা তো সিনেমার পরিচালক কিংবা প্রযোজকই বলতে পারবেন। তাঁদের হাত দিয়েই তো এই সিনেমা জন্ম নেবে। আমার ফেবারিট তো অমিতাভ বচ্চন কিংবা শাহরুখ খান। কিন্তু সেটা তো সম্ভব নয়। কারণ ২৪ বছরের সৌরভকে সিনেমায় পর্দায় ফুটিয়ে তুলতে হবে। তাছাড়া সময়ের সঙ্গে সিনেমায় সৌরভের 'লুক'-ও বদলে যাবে। তাই সেটা মেনেই নায়ককে বেছে নেওয়া হবে।"

জানা গিয়েছে, সৌরভ (Sourav Ganguly) নিজে তাঁর বায়োপিকের চিত্রনাট্য লিখছেন না। তিনি শুধু ক্রিকেট কেরিয়ার ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন উল্লেখযোগ্য ও অজানা বিষয় গল্পের আকারে বলে গিয়েছেন। প্রোডাকশন হাউসের লোকজন তাঁর সেই বক্তব্য ক্যামেরায় রেকর্ড করে রেখেছে। সেগুলো শুনেই লেখা হবে চিত্রনাট্য।

আরও পড়ুন: কুন্তলের থেকেও টাকা এসেছিল পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাটে, নয়া তথ্য ইডির

চিত্রনাট্যের কাজ কতদূর এগিয়েছে, সে বিষয়ে ডোনা জানান, "সৌরভ (Sourav Ganguly) খুবই ব্যস্ত। তবুও চিত্রনাট্যের যাবতীয় ব্যাপার নিজেই দেখছে। পুরো বিষয়টা এক ছাতার তলায় নিয়ে আসা খুব সহজ নয়। এটা সময় সাপেক্ষ বিষয়। তাই সবাইকে অপেক্ষা করতেই হবে।"

জানা গিয়েছে, ক্রিকেট শিক্ষার দিন থেকে শুরু হতে পারে এই সিনেমা। গ্রেগ চ্যাপেল থাকতে পারেন সিনেমার বড় জায়গা নিয়ে। হাজার প্রতিকুলতার বিরুদ্ধে সৌরভের কামব্যাকই হতে চলেছে সিনেমার ইউএসপি।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles