মাধ্যম নিউজ ডেস্ক: ফের হালকা শীতের আমেজ। শুক্রবার ভোর রাতে এক ধাক্কায় চার ডিগ্রি নামল কলকাতার তাপমাত্রা। কলকাতায় (Kolkata) বৃহস্পতিবার ২০ ডিগ্রির ওপর ছিল পারদ। সেদিন সর্বনিম্ন তাপমাত্রা (Lowest Temperature) ছিল ২০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। কিন্তু হঠাতই এক রাতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যায় ১৬ ডিগ্রির আশেপাশে। শুক্রবার সকাল শুরু হয় কুয়াশা দিয়ে। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, এদিনের সর্বোচ্চ (Highest Temperature) ও সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে যথাক্রমে ৩০ ডিগ্রি ও ১৮ ডিগ্রির আশেপাশে।
সকালের দিকে কুয়াশা
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার কলকাতা-সহ রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা কমলেও এই পারদ পতন স্থায়ী হবে না। ২৪ ঘণ্টা পর থেকেই রাজ্যে কমবে উত্তুরে হাওয়া দাপট। বাড়বে তাপমাত্রা। রবিবার থেকে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। রাতের দিকে তাপমাত্রা কিছুটা নামলেও, সকাল থেকেই কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রা। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
আরও পড়ুন: দেশে প্রথমবার! জম্মু ও কাশ্মীরে মিলল লিথিয়ামের বিপুল ভাণ্ডার
উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা। ২৪ ঘণ্টা পর দার্জিলিং, কালিম্পং ছাড়া আর কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে হালকা ও মাঝারি কুয়াশা থাকবে। সকালের দিকে যান চলাচল ব্যাহত হতে পারে। ঘন কুয়াশা হতে পারে দার্জিলিং, কালিম্পং , জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার কিছু অংশে। দক্ষিণবঙ্গে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। আগামী সোম ও মঙ্গলবার তাপমাত্রা হালকা নামলেও বুধবারের পর থেকে তাপমাত্রা বাড়তে থাকবে। আগামী সপ্তাহেই কার্যত দক্ষিণবঙ্গ থেকে বিদায় নেবে শীত। উত্তরে হালকা ঠান্ডার আমেজ থাকবে আরও কিছুদিন।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
Leave a Reply