Ram Setu: দীপাবলিতে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের নতুন ছবি ‘রাম সেতু’!

২৫ শে অক্টোবর মুক্তি পাচ্ছে সিনেমা্টি...
1095102-tn
1095102-tn

মাধ্যম নিউজ ডেস্ক: দীপাবলিতে (Diwali) মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমার অভিনীত 'রাম সেতু'(Ram Setu)। রবিবারই প্রকাশ্যে এল রাম সেতু ছবির টিজার।অক্ষয় কুমার নিজেই তাঁর ইনস্টাগ্রাম (Instragram) প্রোফাইলে নতুন এই সিনেমাটির ট্রেলার পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, রাম সেতুর এক ঝলক আপনার জন্য। অনেক ভালোবাসা দিয়ে সিনেমাটি তৈরি করেছি। আশা করব আপনাদের ভালো লাগবে। ২৫ শে অক্টোবর সকলকে প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

https://www.instagram.com/reel/Ci9Z7CovRbp/?utm_source=ig_embed&ig_rid=dbf78415-c28f-4f9e-bc89-0f62bdc73c4f

আরও পড়ুন: কে এই নূপুর শিখরে, যার সঙ্গে এনগেজমেন্ট সারলেন আমির-কন্যা আইরা? 

এই ছবিতে বলিউডের দুই বিখ্যাত নায়িকা নুসরত ভারুচা এবং জ্যাকলিন ফার্নান্ডেজও অভিনয় করেছেন। পাশাপাশি ছবিতে দক্ষিণী অভিনেতা সত্যদেব, নাসির ছাড়াও রয়েছেন আরও অনেকেই। সিনেমাটি পরিচালনা করেছেন অভিষেক শর্মা।

আরও পড়ুন: থেমে গেল হাসি, প্রয়াত জনপ্রিয় কমেডিয়ান-অভিনেতা রাজু শ্রীবাস্তব, শোকবার্তা প্রধানমন্ত্রীর  

অক্ষয় কুমারকে এই ছবিতে একজন প্রত্নতাত্ত্বিকের (Archaeologist) ভূমিকায় দেখা যাবে। রাম সেতুটির পৌরাণিক গুরুত্ব তুলে ধরা হবে এই সিনেমাটিতে। করোনার পর একাধিক সিনেমা ফ্লপ হয়েছে নামী অভিনেতাদের। সাফল্যের মুখ দেখেনি বক্স অফিস। সে দিক থেকে অক্ষয় কুমারেরও সূর্যবংশী সিনেমাটি বাদ দিলে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে সবগুলি সিনেমাই। বড় পর্দায় খারাপ পারফরম্যান্সের কারণে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে নতুন ফিল্ম কাটপুতলি। যদিও দর্শকরা সেই ছবি নিয়ে বিস্তর সমালোচনা করেছেন। তাই রাম সেতু সিনেমাটি দিওয়ালির বক্স অফিসে ধামাকা করতে পারে কি না, সেটাই দেখার।  

 অজয় ​​দেবগন এবং সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত কমেডি ফিল্ম  'থ্যাঙ্ক গড'-এর সাথে রামসেতু সিনেমাটির প্রেক্ষাগৃহে সম্মুখ সংঘর্ষের সম্ভাবনা রয়েছে। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির কিছুদিন পর ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম  রিলিজ হবে। যদিও তার জন্য কিছুদিনের অপেক্ষা করতে হবে অ্যাামাজন প্রাইম সদস্যদের। 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 
 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles