Arun Bali dies on Myasthenia Gravis disease :মায়াস্থেনিয়া গ্র্যাভিস নামক বিরল রোগের আক্রান্তে মারা গেলেন বর্ষীয়ান অভিনেতা অরুন বালি

প্রতি বছর সারা পৃথিবীতে প্রায় ৭ লক্ষেরও বেশী মানুষ এই রোগে আক্রান্ত হয়ে থাকে...
arun
arun

মাধ্যম নিউজ ডেস্ক: না ফেরার দেশে পাড়ি দিলেন ৭৯ বয়সী অভিনেতা অরুন বালি। মুম্বইয়ে তাঁর নিজের বাসভবনে মারা গেলেন তিনি।তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত অনুগামী সহ বলিউড মহল। আজ মুক্তি পেল তাঁর শেষ ছবি ‘গুডবাই’ (Goodbye)।এই ছবিতে অভিনয় করেছেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। জনপ্রিয় সিরিয়াল স্বাভিমানে কুনওয়ার সিং চরিত্রের জন্য বিশেষ পরিচিতি লাভ করে এছাড়াও বলিউডের ব্লকবাস্টার হিট ছবি থ্রি ইডিয়টসে (3 idiots) অভিনয় করেছেন। এছাড়াও কেদারনাথ, পিকে, পানিপথের মতো বিখ্যাত সিনেমাতে কাজ করেছেন। এই বছরের শুরুতেই অভিনেতা মায়াস্থেনিয়া গ্র্যাভিস (Myasthenia gravis) নামক এক বিরল নিউরোমাসকুলার রোগে ভুগছিলেন। তাঁর ছেলে অঙ্কুশ সংবাদমাধ্যমে জানিয়েছেন, তার বাবার দুই তিন দিন ধরে মুড স্যুইং (Mood Swing) করছিল।

নিউরোমাসকুলার ডিজিজ মায়াস্থেনিয়া গ্র্যাভিস রোগটি আসলে কি?

এক জনপ্রিয় জার্নালের রিপোর্ট অনুযায়ী প্রতি বছর সারা পৃথিবীতে প্রায় ৭ লক্ষেরও বেশী মানুষ এই রোগে আক্রান্ত হয়ে থাকে। এই রোগে শরীরের পেশী দূর্বল হয়ে আসে তবে এটি পেশীর রোগ নয়। এই রোগে স্নায়ুর সঙ্গে পেশীর সংযোগস্থাপনে সমস্যা দেখা যায়। ফলে মস্তিকের নির্দেশ পেশী অবধি পৌঁছতে পারে না।

আরও পড়ুন: চোল রাজত্বকালে হিন্দু ধর্মের অস্তিত্ব ছিল না, দাবি অভিনেতা কমল হাসানের 

মায়াস্থেনিয়া গ্রাভিসের লক্ষণ:

  • দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া বা ডবল ডবল দেখতে পাওয়া।
  • পেশীতে দূর্বলতা
  • হাত পা অবশ হয়ে আসা
  • ঘাড় ব্যথা
  • শ্বাসকষ্ট
  • রোগীর শারীরিক স্থিতি যখন তখন বদলে যেতে পারে। দিনের শুরুতে ভালো থাকলেও কাজ শুরু করার পর শারীরিক অবস্থা গুরুতর হতে পারে।

কাদের মায়াস্থেনিয়া গ্র্যাভিস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি?

মায়াস্থেনিয়া গ্রাভিস পুরুষ এবং মহিলা উভয়কেই প্রভাবিত করে। যদিও অল্পবয়সী প্রাপ্তবয়স্ক মহিলারা (40 বছরের কম) এবং বয়স্ক পুরুষদের (60 বছরের বেশি) এই রোগের ঝুঁকি সবচেয়ে বেশি, এটি শৈশব সহ যে কোনও বয়সে হতে পারে। মায়াস্থেনিয়া গ্র্যাভিস জিনগত নয় বা ব্যক্তি থেকে ব্যক্তিতে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

মায়াস্থেনিয়া গ্র্যাভিস কি নিরাময় করা যায়?

মায়াস্থেনিয়া গ্রাভিসের কোনো নিরাময় নেই, তবে সঠিক চিকিৎসার মাধ্যমে এর লক্ষণ ও উপসর্গ নিয়ন্ত্রণ করা যায়।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

 
 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles