Rozgar Mela: দীপাবলির আগে সুখবর, রোজগার মেলায় সরকারি চাকরি ৭৫ হাজারের

Rozgar Mela: আগামী দেড় বছরেই সরকারি ক্ষেত্রে ১০ লক্ষ কর্মী নিয়োগ করা হবে...
xnarendramodi3-1662915517jpg.pagespeed.ic.9OgkjMDftf
xnarendramodi3-1662915517jpg.pagespeed.ic.9OgkjMDftf

মাধ্যম নিউজ ডেস্ক: দীপাবলির আগেই খুশির খবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ ৭৫ হাজার যুবক যুবতীদের হাতে সরকারী চাকরির নিয়োগপত্র তুলে দিলেন। আজ বেলা ১১ টায় ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে এই মেলার সূচনা করবেন নরেন্দ্র মোদি।

পূর্বেই প্রধানমন্ত্রীর দফতর থেকে এই অনুষ্ঠানটির সম্পর্কে বিবৃতি জারি করা হয়। বিবৃতিতে জানানো হয়েছে যে, তরুণদের জন্য চাকরির সুযোগ প্রদান এবং নাগরিকদের কল্যাণ নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর ক্রমাগত প্রতিশ্রুতি পূরণের দিকে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

[tw]

[/tw]

প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে, সমস্ত মন্ত্রণালয় এবং বিভাগ মিশন মোডে চলে গিয়েছে। অনুমোদিত পদের বাকি পদ দ্রুত পূরণের জন্য কাজ করছে, বিবৃতিতে বলা হয়েছে। এউপিএসসি, এসএসসি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নিয়োগ করা হবে। সরকারি সূত্রে জানা গিয়েছে, গ্রুপ এ (গেজেটেড) বিভাগে ২৩৫৮৪ টি শূন্যপদ, গ্রুপ বি (গেজেটেড) ২৬২৮২ টি, গ্রুপ বি (নন-গেজেটেড) ৯২৫২৫ টি এবং গ্রুপ সি (নন-গেজেটেড) ৮.৩৬ লাখ শূন্যপদ রয়েছে। শুধুমাত্র প্রতিরক্ষা মন্ত্রকেই ৩৯৩৬৬ টি গ্রুপ বি (নন-গেজেটেড) এবং ২.১৪ লক্ষ গ্রুপ সি শূন্যপদ রয়েছে। রেলের ২.৯১ লক্ষ গ্রুপ সি পদ রয়েছে এবং গৃহ মন্ত্রানালয়ে ১.২১ লক্ষ গ্রুপ সি (নন-গেজেটেড) শূন্যপদ রয়েছে।সরকার যত দ্রুত এই শুন্যপদ গুলিতে নিয়োগ করার নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, চলতি বছরের জুন মাসেই কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল যে আগামী দেড় বছরে সরকারি ক্ষেত্রে ১০ লক্ষ কর্মী নিয়োগ করা হবে। তারই প্রথম ধাপ হিসেবে ১০ লক্ষের মধ্যে ৭৫ হাজার নতুন নিয়োগপ্রাপ্তদের হাতে আজ চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হল।

২০২৪ সালে লোকসভা নির্বাচনে পুনরায় ক্ষমতায় ফিরে আসার জন্য বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে বিরোধীরা মনে করছেন। বেকারত্ব বর্তমানে ভারতে জ্বলন্ত সমস্যা।ক্ষমতায় এলে বছরে ২ কোটি চাকরির বন্দোবস্ত করবেন বলে প্রধানমন্ত্রী হওয়ার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদী। কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি বলে বার বার কর্মসংস্থান নিয়ে মোদী সরকারের দিকে তির ছুড়েছে বিরোধী শিবির। বৃহস্পতিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইটারে লিখেছেন, নিজের দুই ধনী বন্ধুকে বিশ্বের সব থেকে ধনী করে তোলার অন্ধ প্রচেষ্টায় ভারতের কর্মসংস্থান তৈরির শিল্পকে খোঁড়া করে দিয়েছেন।

[tw]

[/tw]

এর আগেও রাহুল-সহ বিরোধী নেতারা কর্মসংস্থান নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন। বেকারত্বের হার নিয়ে মোদী সরকারের সমালোচনায় সরব হয়েছেন তাঁরা। 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles