Justice Rajasekhar Mantha: সব থানায় সিসিটিভি সচল রাখতে ডিজিকে নির্দেশ দিলেন বিচারপতি মান্থা

kolkata_high_court

মাধ্যম নিউজ ডেস্ক: বিরোধী দলের নেতাকর্মীদেরকে থানায় নিয়ে গিয়ে নির্যাতনের অভিযোগ দীর্ঘদিন ধরেই রয়েছে। বিরোধীরা বারবার দাবি করেছে যে তৃণমূলের অঙ্গুলিহেলনে পুলিশ তাদের কর্মীদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে থানায় নিয়ে গিয়ে নির্যাতন করে। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পুলিশ কোনওভাবেই আটক ব্যক্তিকে শারীরিক বা মানসিকভাবে নির্যাতন থানার মধ্যে করতে পারেনা। এই সুপ্রিম নির্দেশকে পুলিশ অগ্রাহ্য করে। তার কারণ থানায় নির্যাতনের কোন প্রমাণ সাধারণভাবে থাকে না। 

ঠিক কী জানতে চেয়েছিলেন বিচারপতি রাজশেখর মান্থা (Justice Rajasekhar Mantha)

থানায় কী হয় আর কী হয় না সে ব্যাপারে নজরদারি চালাতেই সব থানায় সিসিটিভি বসানোর কথা এর আগে বলেছিল সুপ্রিম কোর্ট। এবার রাজ্যের সব থানায় সিসিটিভি ঠিকঠাক কাজ করছে কিনা সেব্যাপারে জানতে চাইলেন বিচারপতি রাজশেখর মান্থা (Justice Rajasekhar Mantha)। এ বিষয়ে রাজ্য পুলিশের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন তিনি। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ২ ফেব্রুয়ারি। বারবার অভিযোগ উঠেছে অনেক থানায় সিসিটিভি কাজ করেনা। গত ২০ ডিসেম্বর বিচারপতি মান্থা (Justice Rajasekhar Mantha) ডিজি মনোজ মালব্যকে নির্দেশ দেন রাজ্যে সব থানায় সিসিটিভি ঠিকঠাক কাজ করছে কিনা তার রিপোর্ট জমা দিতে হবে। চলতি মাসের ১৩ তারিখে ডিজি রিপোর্ট জমা দিয়েছেন বলে জানা গেছে এবং সেই রিপোর্টে রাজ্য পুলিশের ডিজি জানিয়েছেন যে কিছু থানায় যদি সিসিটিভি খারাপ থাকে তবে তা বদলানোর কথা বলা হয়েছে।।

 এ বিষয়ে বিচারপতি রাজশেখর মান্থা (Justice Rajasekhar Mantha) জানান যে প্রতি সপ্তাহে পুলিশ সুপারদের কাছ থেকে ডিজিকেই রিপোর্ট নিতে হবে সিসিটিভি ঠিকঠাক কাজ করছে কি না এটা দেখার জন্য। এদিন বিচারপতি ডিজিকে আরও বলেন কোথায় সিসিটিভি কাজ করছে না তা যাচাই করুন, এজন্য রাজ্য সিআইডি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সাহায্য নেওয়া যেতে পারে। বিচারপতি মান্থা (Justice Rajasekhar Mantha) আরও জানিয়েছেন কোনও থানার সিসিটিভি যদি কাজ না করে সেক্ষেত্রে সংশ্লিষ্ট কমিশনার ও পুলিশ সুপারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। বিচারপতি মান্থার (Justice Rajasekhar Mantha) আরও সংযোজন আগামীদিনে স্বরাষ্ট্র সচিবের পাশাপাশি রাজ্য পুলিশকেও সজাগ থাকতে হবে যে সিসিটিভি কাজ করছে কিনা তা দেখার জন্য।  (Justice Rajasekhar Mantha)

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share