Suvendu Adhikari: “মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমে, বেড়েছে ভোটার”, রাজ্য সরকারকে কটাক্ষ শুভেন্দুর

suvendu

মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের ভোটার তালিকা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার ট্যুইট করে তিনি অভিযোগ করেন যে, “পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় কি বেনো জল ঢুকছে?” ট্যুইটে তিনি পশ্চিমবঙ্গের ভোটারদের সঙ্গে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যারও তুলনা করেন৷ পোস্ট করেছেন একটি কার্টুনও৷ ওই কার্টুনের মাধ্যমেই তিনি ভোটার তালিকায় বেনোজল ঢোকার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন৷ প্রসঙ্গত, এ বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় আশঙ্কা প্রকাশ করেছে হাইকোর্টও৷ বোর্ডকে পাঠ্যক্রম বদলানোর উপদেশও দিয়েছেন বিচারপতি। ফি বছরই মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা বাড়তে দেখা যায়৷ বিশেষজ্ঞরা এই ধরনের পরিসংখ্যানকে ইতিবাচক হিসেবেই দেখেন ৷ কিন্তু ২০২২ সালের তুলনায় ২০২৩ সালের মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ব্যাপকহারে কমেছে৷ প্রায় ৪ লক্ষ পরীক্ষার্থী কমে গিয়েছে এবার৷ ‘স্কুল ড্রপআউট সংখ্যা’ প্রসঙ্গে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি৷ এ বিষয়ে সরকারকেই দুষেছেন বিরোধীরা।

 

এবার এ নিয়েই তৃণমূল সরকারকে নিশানা করলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)৷ ট্যুইটে তিনি লেখেন, ‘‘২০২২ সালে পরীক্ষার্থী ছিল ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫৷ ২০২৩ সালে – ৬ লক্ষ ৯৮ হাজার ৭২৪৷” আর এখানেই টেনে আনেন রাজ্যের ক্রমবর্ধমান ভোটার সংখ্যার প্রসঙ্গ৷ সম্প্রতি যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে দেওয়া ভোটারের সংখ্যার কথা উল্লেখ করেছেন নন্দীগ্রামের বিধায়ক৷ পাশাপাশি তুলে ধরেছেন ২০১৮ সালে এই রাজ্যের ভোটারের সংখ্যা৷ তিনি লিখেছেন, “২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৫ কোটি ৮ লক্ষ ৩৫ হাজার ৷ ২০২৩ সালে সেই সংখ্যা ৫ কোটি ৬৬ লক্ষ ৮৬ হাজার৷”

আরও পড়ুন: জেলের মধ্যেই কুন্তল-তাপসকে শাসানি পার্থর! আরও বিপাকে প্রাক্তন শিক্ষামন্ত্রী

শুভেন্দু (Suvendu Adhikari) লেখেন, “মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৩৬ শতাংশ কমছে আর পঞ্চায়েত নির্বাচনে ভোটারের সংখ্যা ১১.৫ শতাংশ বাড়ছে !” ট্যুইটে জড়িয়ে দিয়েছেন একটি কার্টুনও৷ সেখানেই ভোটার তালিকায় বেনো জল ঢোকার বিষয়টি বলেছেন৷

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share