Daily Horoscope 31 January 2025: জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় করার জন্য শুভ দিন এই রাশির জাতকদের

চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

 

 

মেষ

১) কোনও নিয়ম লঙ্ঘন করার জন্য আপনাকে বিপদে পড়তে হতে পারে।

২) উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ যোগ।

৩) দিনটি প্রতিকূল।

বৃষ

১) কোনও ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে।

২) অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন।

৩) সতর্ক থাকবেন সব বিষয়ে।

 

 

 

 

 

 

 

 

মিথুন

১) কারও কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে।

২) সামাজিক সুনাম লাভ বা প্রতিপত্তি বিস্তারের যোগ।

৩) বাণীতে সংযম জরুরি।

 

 

 

 

কর্কট

১) সাংসারিক কারণে মানসিক যন্ত্রণা।

২) আজ আপনাকে অবাক করে দেওয়া কোনও সুখবর আসতে পারে।

৩) সবাইকে ভালোভাবে কথা বলুন।

সিংহ

১) সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটে যেতে পারে।

২) অপরের উপকার করতে গেলে বিপদ হতে পারে।

৩) প্রতিকূল কাটবে দিনটি।

 

 

কন্যা

১) বাতজ রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা।

২) কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভাল হবে।

৩) দিনটি অনুকূল।

তুলা

১) বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন, চুরির ভয় রয়েছে।

২) আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে।

৩) দিনটি মোটামুটি কাটবে।

বৃশ্চিক

১) জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় করার শুভ দিন।

২) শেয়ারে বাড়তি লগ্নি চিন্তাবৃদ্ধি ঘটাতে পারে।

৩) আশাহত।

ধনু

 

 

১) বন্ধুদের বিরোধিতা থেকে সাবধান থাকুন।

২) সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিন।

৩) ধৈর্য ধরতে হবে।

মকর

১) পেটের সমস্যা বাড়তে পারে।

২) ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ করতে পারবেন।

৩) গুরুজনের পরামর্শ মেনে চলুন।

কুম্ভ

 

 

১) ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয়।

২) মাথাগরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে।

৩) আশা পূরণ।

মীন

১) ভাই-বোনের কাছ থেকে সাহায্য পেতে পারেন।

২) দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ।

৩) ভালো-মন্দ মিশিয়ে কাটবে দিনটি।

 

 

DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share