Lunar eclipse: বছরের প্রথম চন্দ্রগ্রহণের আগের রাতে আকাশে দেখা যাবে লাল চাঁদ

Bloodmoon

মাধ্যম নিউজ ডেস্ক : বছরের ‌প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে  চলতি মাসের ১৬ তারিখ। ২০২২ সালে দু’‌টি চন্দ্রগ্রহণ হতে চলেছে এবং উভয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে। কিছুদিন আগেই ৩০ এপ্রিল গোটা বিশ্ব আংশিক সূর্যগ্রহণের সাক্ষী থেকেছে। আর তার ১৫ দিন পরই ১৬ মে বৈশাখী পূর্ণিমার দিন হবে চন্দ্রগ্রহণ। পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে, তখন চন্দ্রগ্রহণ হয়। চন্দ্রগ্রহণ সবসময় পূর্ণিমাতে হয়।

১৬ মে চন্দ্রগ্রহণটি দক্ষিণ-পশ্চিম ইউরোপ, দক্ষিণ-পশ্চিম এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকার বেশিরভাগ অংশ, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক এবং অ্যান্টার্কটিকার মতো দেশগুলি থেকে সম্পূর্ণরূপে দৃশ্যমান হবে। এদিন চন্দ্রগ্রহণ শুরু হবে সকাল ৭টা ২ মিনিট থেকে এবং তা শেষ হবে দুপুর ১২ টা ২০ মিনিটে।  যদিও এই গ্রহণ ভারত থেকে দৃশ্যমান হবে না। 

পূর্ণিমার সময়, কখনও কখনও পৃথিবীর ছায়া চাঁদের উপর আংশিক বা সম্পূর্ণ পড়ে, যার ফলে চন্দ্রগ্রহণ হয়। গ্রহণের সময় চাঁদের রং মর্চে পড়া লোহার মতো লাল হয়ে যায়। যাকে মানুষ ব্লাড মুন (Blood Moon) বলে। সাধারণত, যখন সূর্যের আলো পৃথিবীর চার দিক থেকে চলে গিয়ে চাঁদের ওপর পড়ে তখন চাঁদ লাল দেখায়। পৃথিবীর ছায়ার কারণে যখন সূর্যের আলো চাঁদকে লাল রঙ দেয়, তখন তাকে ব্লাড মুন বলে। আগামী ১৫ মে গ্রহণের আগের রাতে আকাশে চাঁদ থাকবে লাল। বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণটি হবে ৮ নভেম্বর, ২০২২।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share