Abhishek Bachchan: সোশ্যাল মিডিয়ায় তসলিমা নাসরিনকে জবাব দিলেন অভিষেক বচ্চন

Taslima-Abhishek

মাধ্যম নিউজ ডেস্ক: স্পষ্টবক্তা তসলিমার নিশানায় এবার খোদ বলিউডের ‘বিগ বি’ অমিতাভ বচ্চন। সোজাসুজি কথা বলার জন্যে বরাবরই আলোচনা হয়ে ওঠেন সাহিত্যিক তসলিমা নাসরিন। বিভিন্ন মন্তব্য করে তিনি মাঝে মাঝেই বিতর্কের কেন্দ্র বিন্দু হয়ে ওঠেন। রাজনীতি, খেলার ময়দান থেকে বিনোদন জগৎ, লেখিকা কাউকে ছেড়ে কথা বলেন না। আর এবার তিনি বন্দুক দাগলেন বচ্চন পরিবারের দিকে। যা নিয়ে আপাতত উত্তাল নেটপাড়া। তসলিমার মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন জুনিয়র বচ্চন অভিষেক (Abhishek Bachchan)। 

কী ঘটেছে? 

অমিতাভ বচ্চনের এক ট্যুইট দেখে তসলিমা নাসরিন তাঁকে কটাক্ষ করেন। আর সেই ট্যুইট নিয়েই এখন আলোচনা!। সম্প্রতি দশভি সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। যার জন্য গর্বিত বাবা অমিতাভ বচ্চন একটি ট্যুইট করেন। সেখানে লেখা- “আমার গর্ব, আমার আনন্দ, তুমি সকলের মুখ বন্ধ করে দিয়েছো। তবে পাল্টা জবাবে নয়, নিজের কাজের মাধ্যমে। তুমি শ্রেষ্ঠ ছিলে এবং থাকবে।”

সোশ্যাল মিডিয়ায় একে অপরের প্রশংসা করেই থাকেন এই পিতা-পুত্র। অমিতাভ বচ্চনের পুত্র হওয়ায় বরাবরই সমালোচকদের নিশানায় থেকেছেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। ভালো অভিনেতা হওয়া সত্ত্বেও বাবার সঙ্গে বার বার তুলনা হয়ে ওঠার দৌড়ে পিছিয়ে পড়েছেন। নিজের অনিচ্ছাতেই এই প্রতিযোগিতাতে জড়িয়েছেন তিনি। এবার তসলিমা নাসরিনও অমিতাভের ট্যুইটকে কেন্দ্র করে সেই তুলনা টানলেন।

আরও পড়ুন: উত্তরপত্র ফাঁকা, তবু প্রাপ্ত নম্বর ৫৩! এসএসসি-এর বিকৃত ওএমআর শিট প্রকাশ হতেই চক্ষু চড়কগাছ     

তসলিমা ট্যুইট করেন, “অমিতাভজি নিজের ছেলেকে এতটাই ভালবাসেন যে তিনি ভাবেন অভিষেকই (Abhishek Bachchan) সেরা। তাঁর যাবতীয় গুণ, প্রতিভা ছেলের মধ্যে রয়েছে। অভিষেক ভালো, তবে আমার মনে হয় অমিতাভের মতো প্রতিভা, দক্ষতা ওঁর নেই।” এমন ট্যুইট নজর এড়ায়নি বচ্চনদের। অতঃপর লেখিকাকে পাল্টা দিতে ছাড়লেন না জুনিয়র বচ্চনও। 

অভিষেক বচ্চন (Abhishek Bachchan) পাল্টা জবাবে লেখেন, “আপনি একেবারে ঠিক কথা বলেছেন ম্যাডাম। কেউই বাবার প্রতিভা কিংবা অন্যান্য যাবতীয় গুনের দিক থেকে সমকক্ষ হতে পারবেন না। অমিতাভ বচ্চনই সেরা। আর আমি একজন গর্বিত ছেলে। তসলিমার উদ্দেশে জুনিয়র বচ্চনের এমন ট্যুইট দেখে সুনীল শেট্টিও লাভ রিঅ্যাক্ট করেছেন।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 
 

  
 

 

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share