Accident: রেফার চক্রে ঘুরপাক! ৩ সরকারি হাসপাতাল ঘুরে মৃত্যু যুবকের, কাঠগড়ায় পরিষেবা

রেফারের গেরোয় পড়ে আবারও ২৬ বছরের যুবকের মৃত্যুর ঘটনা ঘটল এ রাজ্যে
djjdjd
djjdjd

মাধ্যম নিউজ ডেস্ক: রেফারের গেরোয় পড়ে আবারও ২৬ বছরের যুবকের মৃত্যুর ঘটনা ঘটল এ রাজ্যে। মৃতের নাম মেঘনাথ চন্দ্র। জানা যাচ্ছে যে রোগীর পরিবার মেঘনাথকে নিয়ে একের পর এক হাসপাতালে ঘুরছিলেন কিন্তু কোথাও ভর্তি হতে না পেরে শেষ পর্যন্ত ভোরবেলায় এনআরএস হাসপাতালে মৃত্যু হয় যুবকের।

কী বলছেন পরিবারের লোক

মর্মান্তিক এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছে যুবকের পরিবারের লোক। তাঁরা বলেন, চিকিৎসাক্ষেত্রে এমন গুরুত্বহীনতার জন্য একজনের প্রাণ চলে গেল আর কবে টনক নড়বে? 
পরিবার সূত্রে আরও জানা যাচ্ছে যে মেঘনাথ চন্দ্র একজন উঠতি ফুটবলার ছিলেন এবং নিয়মিতভাবে মাঠে যেতেন প্র্যাকটিস করতে। কয়েকদিন আগে অনুশীলনের সময় কুঁচকিতে চোট লাগে, ঘটনাক্রমে ওই একই জায়গায় ক'দিন আগেই তিনি বাইক থেকে পড়ে গিয়ে (Accident) আঘাত পান। এরপর থেকেই নাকি চরম যন্ত্রণার মধ্যে ছিলেন ওই যুবক। বাধ্য হয়ে পরিবারের লোকেরা তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন। 

অসুস্থ যুবকের ঠাঁই হয়নি কোনও হাসপাতালে

এদিন সন্ধ্যা বেলায় মেঘনাথকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে ছুটে বেড়ালেও কোথাও একটি বেড জোগাড় করা করা যায়নি, এমনটাই বলছেন পরিবারের লোকেরা।  প্রথমে বাঙ্গুরে নিয়ে যাওয়া হয় ওই যুবককে। সেখান থেকে এসএসকেএম, তারপর চিত্তরঞ্জন। কিন্তু ঠাঁই হয়নি কোথাও। এভাবেই ঘুরপাক খেতে থাকেন অসুস্থ যুবক। অবশেষে আজকে ভোরে মৃত্যু হয় ওই যুবকের। 

কী বলছেন স্বাস্থ্য অধিকর্তা

এই ঘটনায় রাজ্যের চিকিৎসা পরিষেবায় গাফিলতির অভিযোগ তুলেছে মৃত মেঘনাদের পরিবার এবং তার প্রতিবেশীরা। এ ব্যাপারে এক স্বাস্থ্য অধিকর্তা বলেন রোগীকে প্রাথমিক পরিষেবা এবং চিকিৎসা দেওয়া হয়েছে কিনা তা আমরা খতিয়ে দেখছি। তিনটি হাসপাতাল থেকেই রিপোর্ট চাওয়া হয়েছে, যেগুলিতে তাকে ভর্তি নেওয়া হয়নি। রোগীর আঘাতের মাত্রা কতটা ছিল তা খতিয়ে দেখা হয়েছে। ময়নাতদন্তে রিপোর্টও খতিয়ে দেখা হবে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles