Elon Musk: ট্যুইটার কিনেই ৭৫% কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ইলন মাস্ক-এর!

elon_musk-sixteen_nine

মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘ জটিলতার পর ট্যুইটার অধিগ্রহণ করেছেন টেসলা সিইও ইলন মাস্ক (Tesla CEO Elon Musk)। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি ট্যুইটারের পুরনো শীর্ষ কর্তাদের ছেঁটে ফেলার পাশাপাশি এখন ট্যুইটারের পুরনো কর্মীদের ছাঁটাই করার পরিকল্পনা করেছেন। কয়েকদিন আগেই ছাঁটাই করা হয়েছে সংস্থার ভারতীয় বংশোদ্ভূত সিইও পরাগ আগরওয়ালকে (Twitter CEO Parag Agarwal)। পরাগ সহ বেশ কয়েকজন শীর্ষ কর্তাকে বরখাস্ত করেছেন ইলন মাস্ক (Elon Musk)। পরাগের পাশাপাশি এই জনপ্রিয় মাইক্রো-ব্লগিং সাইটের চিফ ফিনান্সিয়াল অফিসার বা সিএফও নেদ সিগালকেও (Ned Segal) ছাঁটাই করা হয়েছে। এছাড়াও বরখাস্ত করেছেন আরেক ভারতীয় বংশোদ্ভূত কর্তা বিজয়া গাড্ডেকে।

আরও পড়ুন: ট্যুইটার অধিগ্রহণ করলেন ইলন মাস্ক, প্রথমেই ছাঁটলেন পরাগ আগরওয়ালকে

আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হল। কারণ ইলনের (Elon Musk) ট্যুইটার অধিগ্রহণের আগে থেকেই জল্পনা শুরু হয়েছিল যে, তিনি ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পরেই কর্মীদের ছাঁটাই করবেন, আর সেটিই এখন সত্যি হতে চলেছে। সূত্রের খবর অনুযায়ী, আগের থেকেই শোরগোল পড়ে গিয়ছিল যে, ইলন ট্যুইটার কেনার পরেই তিনি প্রায় ৭৫ শতাংশ কর্মী ছাঁটাই করবেন। আর এখনও এটিই বাস্তবে হতে চলেছে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে যে, গতকাল, শনিবার থেকেই ইলন মাস্ক ট্যুইটারের কর্মীদের ছাঁটাই শুরু করার পরিকল্পনা করেছেন।

শুধুমাত্র পরিকল্পনাই নয়, ম্যানেজারদের কাছে যেসব কর্মীদের ছাঁটাই করা হবে তাঁদের তালিকা বানানোর কথাও বলা হয়েছে। আর জানা গিয়েছে যে, ট্যুইটারের ৭৫শতাংশ কর্মী ছাঁটাই করা অর্থাৎ প্রায় ৭৫০০ জন কর্মীদের ছাঁটাই করা হবে। রিপোর্ট অনুযায়ী, ১ নভেম্বরের মধ্যেই ছাঁটাই করা কর্মীদের ক্ষতিপূরণ হিসেবে স্টক অনুদান দেওয়ার কথা ছিল। প্রসঙ্গত, বৃহস্পতিবার মাস্ক (Elon Musk) বিবৃতি দিয়ে জানান যে, তিনি ট্যুইটার অধিগ্রহণ করছেন। ‘মানবতার স্বার্থেই’ তাঁর এই পদক্ষেপ বলে বার্তা দেন তিনি। ট্যুইটারে তিনি লিখেছেন, ‘‘আরও অর্থ উপার্জনের জন্য কিনিনি। মানবতার জন্য কিনেছি। মানবতার ভবিষ্যৎ এমন হওয়া উচিত যেখানে সমস্ত পক্ষের স্বাধীন মতামত প্রকাশের একটা ডিজিটাল প্ল্যাটফর্ম থাকবে। সুস্থ পরিবেশে বিতর্ক হবে।’’

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share