মাধ্যম নিউজ ডেস্ক: প্রেমিকা তথা লিভ-ইন পার্টনাার শ্রদ্ধা ওয়ালকরকে নৃশংসভাবে খুন করে তাঁর ৩৫ টুকরো করেছিল আফতাব। এরপর দেহের টুকরোগুলো দিল্লির বিভিন্ন প্রান্তে ফেলে দিয়ে আসে সে। আর এই হত্যাকাণ্ডের সত্যিটা উদ্ধার করেতই পলিগ্রাফ টেস্ট করা হয় অভিযুক্ত আফতাবের। অবশেষে ছ’দিন পর সেই পলিগ্রাফ টেস্ট করা অবশেষে শেষ হল। আর এবারে নারকো টেস্টের পালা।
অবশেষে শেষ হল পলিগ্রাফ টেস্ট
সূত্রের খবর অনুযায়ী, গতকাল সকাল ১০টায় রোহিণী ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে কড়া নিরাপত্তার সঙ্গে নিয়ে যাওয়া আফতাবকে। এরপর টানা ৫ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করার পর দুপুর ৩ টের দিকে পলিগ্রাফ টেস্ট শেষ হয় তার। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছিল, শ্রদ্ধাকে খুন করার পর বিন্দুমাত্র আক্ষেপ নেই তার। সে আরও দাবি করেছিল যে, শ্রদ্ধাকে খুন করে সে জন্নতের হুর পাবে।
এক সিনিয়র এফএসএল কর্মকর্তা জানিয়েছেন, আফতাবের পলিগ্রাফ পরীক্ষা সম্পূর্ণ হয়েছে এবং তাঁরা দু-এক দিনের মধ্যে টেস্টের যাবতীয় তথ্য বিস্তারিত ভাবে দিল্লি পুলিশকে দেবে। তিনি জানান, বিস্তারিত প্রতিবেদনে সমস্ত প্রশ্ন ও উত্তর থাকবে। আফতাবের প্রতিটি উত্তরের জন্য, এফএসএল বিজ্ঞানীরা তাদের মতামত দেবেন, ও সেটির উপর ভিত্তি করেই জানা যাবে যে আফতাব সত্যি বলেছে নাকি মিথ্যা।
আরও পড়ুন: ‘ফাঁসি হলেও আফসোস নেই, জন্নতে…’, পলিগ্রাফ টেস্টে কী বলল আফতাব?
নারকো টেস্ট আফতাবের
মঙ্গলবারই দিল্লির আদালতের তরফে দিল্লি পুলিশকে নারকো টেস্টের অনুমতি দেওয়া হয়। আগামী ১ ও ৫ ডিসেম্বর দিল্লির রোহিনীর ফরেন্সিক আদালতে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। পলিগ্রাফ টেস্টই যথেষ্ট নয়, আফতাব আমিনের মুখ থেকে সত্যিটা বের করতে দিল্লি পুলিশের তরফে আদালতে নারকো পরীক্ষার অনুমতি চাওয়া হয়েছিল। অবশেষে সেই পরীক্ষা করানোর জন্য অনুমতি পাওয়া গিয়েছে। এক্ষেত্রে আফতাবেরও অনুমতি নেওয়া হয়।
উল্লেখ্য, সত্যি জানার জন্য এই পরীক্ষায় একধরনের ড্রাগ ব্যবহার করা হয়, যাকে ট্রুথ সেরাম বলা হয়। সোডিয়াম পেন্টোথাল, স্কোপোলামাইন ও সোডিয়াম অ্যামাইটাল দিয়ে তৈরি এই সেরাম কোনও ব্যক্তির উপরে প্রয়োগ করলে তিনি অ্যানেসথেসিয়ার বিভিন্ন ধাপে প্রবেশ করেন। হাইপোনেটিক অবস্থায় জ্ঞান-বুদ্ধি লোপ পাওয়ায়, সেই সময় সত্যি কথা বলার সম্ভাবনাই বেশি থাকে। ফলে আফতাবের মুখ থেকে পুরো সত্যিটা জানতে এই পদ্ধতিকেই বেছে নিয়েছে দিল্লি পুলিশ।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
Leave a Reply