Kuntal Ghosh: খাদ্য দফতরের চাকরিতেও টোপ কুন্তলের, বিনিময়ে চেয়েছিলেন প্রচুর টাকা

Kuntal

মাধ্যম নিউজ ডেস্ক: শুধু শিক্ষা দফতরই নয়। খাদ্য দফতরের চাকরিতেও জাল বিছিয়েছিলেন কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। খাদ্য দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রার্থীদের কাছে চেয়েছিলেন লক্ষাধিক টাকা। এর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সামনে এসেছে কুন্তলের একাধিক কীর্তি। গ্রেফতারও করা হয়েছে তাঁকে। এবার প্রকাশ্যে এলো হুগলির তৃণমূল ছাত্রনেতার আরও এক কুকীর্তি। সাত লক্ষ টাকার বিনিময়ে খাদ্য দফতরে চাকরি পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দেয় কুন্তল। কথামতন ৩ লক্ষ টাকা নিজের কাছে নিয়েও নেয় সে। কথা হয়েছিল চাকরির পর বাকি টাকা পাওয়া যাবে। কিন্তু চাকরি পায়নি ওই প্রার্থীরা। এদিকে আগাম দেওয়া টাকাও ফেরায় নি কুন্তল।

কী জানা গেল?   

কুন্তলের (Kuntal Ghosh) জালে জড়িয়ে প্রতারিত একাধিক সাধারণ পরিবার। এই যেমন রূপা দাস ও তার ছেলে। রুপা দাস হুগলির বলাগড়ের জিরাটের বাসিন্দা। ২০২০ সালে ছেলের চাকরির জন্য টাকা দিয়েছিলেন কুন্তল কে। রুপার বাড়ির পাশেই রয়েছে কুন্তলের দিদি কুন্তলার বাড়ি। কুন্তলের দিদিই রুপা কে বলে তার ভাই চাকরি করিয়ে দিতে পারবে। ২০ দিনের মধ্যেই চাকরি করিয়ে দিতে পারবে কুন্তল। কিন্তু সেই চাকরি পেতে গেলে টাকা দিতে হবে। চাকরি করিয়ে দিতে ১৪ লক্ষ টাকা চেয়েছিলো কুন্তল।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইকেই কাঠগড়ায় তুললেন বিচারপতি বসু

প্রথমে ৫ লক্ষ টাকা আগাম দেওয়ার কথা বলা হয়। শেষে আগাম তিন লক্ষ টাকায় রফা হয় (Kuntal Ghosh)। জানা গিয়েছে, এই লেনদেন পুরোটাই হয়েছে ক্যাশে। ব্যাঙ্কের মাধ্যমে কোন টাকা নেয়নি কুন্তল। চাকরি হয়ে গেলে বাকি টাকা দেওয়ার কথা বলা হয়। পরে ছেলে চাকরি না পেলে টাকা চাইতে গিয়েছিলন রুপা। দেখা করেননি কুন্তল। বলাগড়ের বাড়িতে বসেই টাকা নিয়েছিলেন। কিন্তু পরে চাকরি প্রার্থী বা তাদের পরিবারের লোকেদের সঙ্গে দেখা পর্যন্ত করতে চাইতেন না। দারোয়ান বাড়ির গেট থেকে তাড়িয়ে দিত বলে অভিযোগ।

পরবর্তীতে কুন্তলের (Kuntal Ghosh) দিদিও তাড়িয়ে দিতেন দুরদুর করে। বার বার পারিবারিক অসুবিধের কথা জানালেও, কোনও লাভ হয়নি। এবার রূপা দাস ইডির দ্বারস্থ। এখন তারা চাইছেন ই ডি যদি তাদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করে তাহলে মেয়ের অপারেশন করতে পারবেন।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share