Amit Shah: ডিসেম্বরেই রাজ্য সফরে অমিত শাহ? মুুখ্যমন্ত্রীর সঙ্গেও বৈঠকের সম্ভাবনা

amit

মাধ্যম নিউজ ডেস্ক: ডিসেম্বরের মাঝামাঝি রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ইস্টার্ন জোনাল বর্ডার সিকিউরিটি নিয়ে একটি বৈঠকে যোগ দেওয়ার জন্যই রাজ্যে আসার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর। তবে এ প্রসঙ্গে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি।

রাজ্যে অমিত

সূত্রের খবর, আগামী ১৭ ডিসেম্বর কলকাতায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গত ৫ নভেম্বর পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক হওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গে। কিন্তু সেই বৈঠক পিছিয়ে যায়। আগামী ১৭ ডিসেম্বর পুনরায় সেই বৈঠকের আয়োজন করা হচ্ছে। সেই বৈঠকে যোগ দিতেই রাজ্যে আসতে পারেন অমিত। তাঁর এই সফর সম্পূর্ণ সরকারি কর্মসূচি নিয়ে। এর আগে নবান্ন সভাঘরেই ইস্টার্ন জোনাল বর্ডার সিকিউরিটি নিয়ে ওই বৈঠকের কথা ছিল। সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অমিত শাহর থাকার কথা ছিল। তবে পরবর্তী সময়ে সেই দিনক্ষণ পিছিয়ে যায়। নবান্ন সূত্রে খবর, আগামী ১৭ ডিসেম্বর এই বৈঠক করা যায় কি না, সেই নিয়ে আলোচনা চলছে। যদিও এই নিয়ে নবান্ন থেকে বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে চূড়ান্তভাবে কিছু জানানো হয়নি। এই ইস্টার্ন জোনাল বর্ডার সিকিউরিটি কাউন্সিলের চেয়ারম্যান পদে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্টার্ন জোনাল কাউন্সিলের ওই বৈঠকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও থাকতে পারেন।

আরও পড়ুন: ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান! মধ্যপ্রদেশে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা নিয়ে অভিযোগ বিজেপির

দলীয় কর্মসূচি

রাজ্য বিজেপির তরফে জানানো হয়েছে, অমিত শাহের সফর প্রসঙ্গে এখনও তারা কিছুই জানে না। তবে সরকারি কর্মসূচি থাকলেও তাঁদের আশা পঞ্চায়েত নির্বাচনের আগে বাংলায় এলে প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি, দলকেও কিছুটা সময় দেবেন অমিত। এখন সবকিছুই নির্ভর করছে স্বরাষ্ট্র মন্ত্রকের ওপর। কারণ শাহের ব্যস্ত কর্মসূচি নির্ধারণ করে এখনও রাজ্য প্রশাসনকে চূড়ান্ত কিছুই জানায়নি তারা। তাই রাজ্য প্রশাসনের তরফে স্বরাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে সরকারি ভাবে কিছুই কিছুই জানানো হয়নি।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share