WhatsApp: হোয়াটসঅ্যাপ নিয়ে এল নতুন ফিচার, একসঙ্গে পাঠানো যাবে ১০০টি ছবি এবং ভিডিও

wp

মাধ্যম নিউজ ডেস্ক: এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহারকারীরা এক নাগাড়ে ৩০টির বেশি ছবি বা ভিডিয়ো পাঠাতে পারতেন না। সেই সংখ্যাটাই এবার বাড়িয়ে ১০০ করা হচ্ছে। হোয়াটসঅ্যাপ সূত্রে জানা গেছে, আপডেটটি Android এবং iOS দুই প্ল্যাটফর্মের জন্যই উপলব্ধ। 

মার্ক জুকেরবার্কের মেটা অধিগৃহীত হোয়াটসঅ্যাপ (WhatsApp) তার গ্রাহকদের জন্য বিভিন্ন সময়ে হরেক রকমের ফিচার নিয়ে হাজির হয়। তবে ইদানিং ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি তার গ্রাহকদের ছবি ও ভিডিয়ো প্রেরণের ক্ষেত্রে নতুন ফিচার নিয়ে এল। সম্প্রতি, হোয়াটসঅ্যাপ (WhatsApp) ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য অরিজিনাল কোয়ালিটির ছবি পাঠানোর ফিচার যোগ করা হয়েছে। আর এখন এসে গেল আরও একটা নতুন বৈশিষ্ট্য।

আরও পড়ুন: উন্নতমানের ছবি পাঠানো যাবে ওয়েব ভার্সানে, নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ 

জানা গেছে, এক ক্লিকে হোয়াটসঅ্যাপে (WhatsApp)  ১০০টা ছবি বা ভিডিয়ো পাঠাতে আপনাকে অ্যাপের লেটেস্ট ভার্সন ব্যবহার করতে হবে। তারপর ৩০টির বেশি ফাইল (ছবি বা ভিডিয়ো) সিলেক্ট করে আপনাকে চেক করতে হবে, ফিচারটি আদৌ আপনার জন্য এসেছে কি না। এখন যদি দেখা যায় আপনি ৩০-এর বেশিই ছবি পাঠাতে পারছেন একবারে, তাহলে বুঝতে হবে ১০০টা ছবিও পাঠাতে পারবেন। অর্থাৎ, ফিচারটি আপনার জন্য চালু করা হয়েছে।

আরও পড়ুন: স্ক্রিনশট ব্লক থেকে গ্রুপের সদস্য সংখ্যা বাড়ানো, হোয়াটসঅ্যাপের পাঁচটি নয়া ফিচার সম্পর্কে জানুন…

কীভাবে ব্যবহার করবেন ফিচারটি

১. প্রথমে হোয়াটসঅ্যাপটি (WhatsApp) খুলুন আপনার মোবাইলে, এরপর গ্রুপ চ্যাট বা ব্যক্তিগত চ্যাটের অপশনে যান। যেখানে আপনি ছবি পাঠাতে চান।

২. পেপার ক্লিপের মতো দেখতে অ্যাটাচ আইকনে ক্লিক করুন, হোয়াটসঅ্যাপ স্ক্রিনের নীচের দিকে পাবেন এই অপশনটি। আপনার ফোনে থাকা ভিডিও এবং ছবি দেখা যাবে।

৩. এবার ছবি এবং ভিডিওগুলি সিলেক্ট করুন। যেগুলি আপনি পাঠাতে চান।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share