Covid 19: করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী হলেও, উপসর্গ মৃদু, জানাচ্ছেন বিশেষজ্ঞরা

Covid_19

মাধ্যম নিউজ ডেস্ক: দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ (Covid 19)। বৃহস্পতিবার দেশে নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন ১৯,৮৯৩ জন৷ বুধবার এই সংখ্যাটা ছিল ১৭,১৩৫৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, মোট আক্রান্ত ৪,৮০,৮৭,০৩৭। দেশে দৈনিক মৃত্যু ৫৩৷ এর মধ্যে কেরালাতেই মৃত্যু হয়েছে ১৬ জনের৷ এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৫,২৬,৩৫৭। সংক্রমণের শীর্ষে রয়েছে কর্ণাটক৷ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০,৪১৯ জন৷ সুস্থতার হার ৯৮.৫০ শতাংশ৷

আরও পড়ুন: কোভিশিল্ড বা কোভ্যাক্সিন টিকাপ্রাপকেরা বুস্টার ডোজ হিসেবে নিতে পারবেন কর্বেভ্যাক্স

করোনা সংক্রমণের গ্রাফ ওপরের দিকে উঠলেও তাতে এখনই ভয়ের বিশেষ কারণ নেই, এমনটাই জানাচ্ছেন দেশের চিকিৎসকরা। দিল্লির অ্যাপোলো হাসপাতালের সিনিয়র পালমোনোলজিস্ট ডাঃ নিখিল মোদি বলেছেন, “করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী এটা ঠিক, কিন্তু উপসর্গ মৃদু। একদিন আগেই দিল্লিতে ২০০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু সবারই মৃদু উপসর্গ (Mild Symptoms) রয়েছে।”

যাদের কোমর্বিলিটি রয়েছে তাঁদের সম্পর্কে ডাঃ মোদি বলেন, “৮০-৯০ বছরের রোগীরা, যাদের ডায়াবেটিস রয়েছে, তাঁদেরও অত্যন্ত মৃদু উপসর্গ দেখা গিয়েছে।”

আরও পড়ুন: প্রতিষেধকের বেড়া ভাঙছে ওমিক্রন, কিন্তু হুঁশ আছে কি রাজ্যের শাসক দলের?

দিল্লির গঙ্গারাম হাসপাতালের চিকিৎসক ডাঃ ধীরেন গুপ্ত বলেছেন, “যারা কোভিড বিধি মেনে চলবেন না তাঁরা সমস্যায় পড়তে পারেন। অনেকেই কোভিড বিধি সম্পর্কে জানেন না। যখন সমস্যা অনেক বেড়ে যায় তখন টেস্ট করান তাঁরা।”

তিনি আরও বলেন, ” কোভিড সংক্রমণ এত দ্রুত বেড়ে যাওয়ার মূল কারণ মানুষের অসচেতনতা। অনেকেই মাস্ক পড়ছেন না। আবহআওয়া পরিবর্তনও সংক্রমণ বেড়ে যাওয়ার অন্যতম কারণ হতে পারে।” 

তিনি বলেন, “বেশির ভাগ ক্ষেত্রে উপসর্গগুলি সাধারণ ভাইরাল ফ্লু- এর মতো। ২- ৩ দিন জ্বর থাকছে। ৫-৭ দিন পরে আর সেভাবে কোনও উপসর্গ লক্ষ করা যাচ্ছে না।”

ডাঃ গুপ্ত বলেন, “কোভিড এখনই শেষ হয়ে যায়নি। যারা তিনমাস আগে আক্রান্ত হয়েছিলেন, তাঁরা নতুন করে আবার আক্রান্ত হচ্ছেন।”

 

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share