Asia Cup 2023: পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না ভারত, সাফ জানালেন বোর্ড সচিব জয় শাহ

jay-shah

মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়া কাপ (Asia Cup) খেলতে পাকিস্তানে (Pakistan) যাবে না ভারত (India)। টুর্নামেন্ট হবে নিরপেক্ষ ভেন্যুতে। সাফ জানিয়ে দিলেন বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ (Jay Shah)। তাঁর এই বক্তব্যে বেজায় ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেটাই প্রত্যাশিত। কারণ, এই টুর্নামেন্ট আয়োজন করে মোটা মুনাফা ঘরের তোলার পরিকল্পনা ছিল পিসিবির। কিন্তু রামিজ রাজাদের সেই পরিকল্পনা ভেস্তে যেতে বসেছে। কারণ, জয় শাহ শুধু বোর্ড সচিব নন, তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রসিডেন্টও। স্বাভাবতই তাঁর বক্তব্য যে ফেলে দেওয়ার মতো নয়, তা ভালোই জানে পাকিস্তান। তাই ভারতীয় বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা।

আরও পড়ুন: তীক্ষ্ণ নজর! মহারণের আগে একে অপরের শক্তি-দুর্বলতা বিশ্লেষণে ব্যস্ত ভারত-পাকিস্তান

২০২৩ সালে পাকিস্তানে হওয়ার কথা এশিয়া কাপ। এই প্রসঙ্গে মঙ্গলবার বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভার পর জয় শাহ বলেন, ‘ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে কিনা সেটা সরকার সিদ্ধান্ত নেয়। এই ব্যাপারে আমাদের কিছু করার নেই। তবে বিসিসিআইয়ের সিদ্ধান্ত, এশিয়া কাপ খেলতে পাকিস্তানে দল পাঠানো হবে না। টুর্নামেন্ট হবে নিরপেক্ষ ভেন্যুতে।’ ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, ভারত সরকারের অবস্থান বুঝেই এই মন্তব্য করেছেন জয় শাহ। কারণ, পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিন ভারতের দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ হয়নি। সীমান্তে জঙ্গি অনুপ্রবেশ সহ নানা কারণে ক্রিকেটীয় সম্পর্কে চিড় ধরেছে দুই প্রতিবেশী দেশের। যা সহজে মেটার নয়। তাই পাকিস্তানের মাটিতে ভারত যে এশিয়া কাপ খেলতে যাবে না, সেটা প্রত্যাশিতই ছিল। জয় শাহ শুধু বাস্তব চিত্রটা তুলে ধরেছেন।

আরও পড়ুন: ক্রিকেট ঘোচায় দূরত্ব! বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে শাহিনকে কী পরামর্শ দিলেন শামি?

বিসিসিআই সচিবের বক্তব্যের পরেই ক্ষোভে ফুঁসছে পাকিস্তান। আগামী বছর ভারতে হবে একদিনের বিশ্বকাপ (World Cup)। এই মেগা টুর্নামেন্ট বয়কটের হুমকিও দিচ্ছে পিসিবি (PCB)। কিন্তু মনে রাখতে হবে, এশিয়া কাপ আর বিশ্বকাপের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। বিশ্বকাপে যদি পাকিস্তান না খেলে তাহলে আইসিসি’র (ICC) নির্বাসনের মুখে পড়তে হবে তাদের। তাই যতই হুমকি দিক, শেষ পর্যন্ত ভারতে বিশ্বকাপ খেলতে পাকিস্তানকে আসতেই হবে বলে মত বিসিসিআই কর্তাদের।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share