Asteroid Collision: ডাইনোসর যুগের অবসান ঘটানো গ্রহাণু পৃথিবীর বুকে কোথায় আছড়ে পড়েছিল? জানালেন বিজ্ঞানীরা  

Asteroid_1

মাধ্যম নিউজ ডেস্ক: আজ থেকে প্রায় ৬.৬ কোটি বছর আগে পৃথিবীর বুকে আছড়ে পড়েছিল এক প্রকাণ্ড গ্রহাণু (Asteroid)। আর তার জেরেই নিশ্চিহ্ন হয়েছিল সমগ্র ডাইনোসরকুল (Dinosaurs)।  ১৮ কোটি বছর ধরে পৃথিবীতে রাজত্ব করেছে ডাইনোসররা। গ্রহাণুর ধাক্কাতেই লুপ্ত হয়েছিল সেই প্রজাতি বলে মত বিশেষজ্ঞদের। কোথায় আছড়ে পড়েছিল সেই গ্রহাণু, এই মুহূর্তের তাই খতিয়ে দেখছেন বিজ্ঞানীরা।  

গ্রহাণুটির আনুমানিক ব্যাস ছিল ১০.৬ থেকে ৮০.৯ কিলোমিটার। ডাইনোসর যুগের অবসান ঘটালেও মানবকুলের জন্যে গ্রহাণুটি ছিল এক আশির্বাদ। ডাইনোসর যুগের অবসান ঘটে আসে এক নতুন যুগ, সভ্যতার যুগ। 

তথ্য অনুসারে ইউকাটান উপদ্বীপের কাছে মেক্সিকোর চিকজুলুবে আছড়ে পড়েছিল গ্রহাণুটি। সমুদ্রকে উত্তাল করার পাশাপাশি প্রায় ১৪০ কিলোমিটার প্রশস্ত গর্ত সৃষ্টি করেছিল সেই গ্রহাণু। বিজ্ঞানীদের অনুমান, এর ফলে পৃথিবীর বহু উপাদান মহাকাশে ছড়িয়ে পড়তে পারে এবং পৃথিবীতে তুষার যুগের সূচনা হতে পারে। অথবা ভূমিকম্প বা আগ্নেয়গিরির মতো বিপর্যয়ও নেমে আসতে পারে পৃথিবীর বুকে। এইসবকেই ডাইনোসর বিলুপ্তির কারণ হিসেবে মনে করছেন বিজ্ঞানীরা। 

গ্রহাণুটির উৎস সম্পর্কেও অনেকটাই নিশ্চিত হতে পেরেছেন গবেষকরা। তাঁরা মনে করছেন মঙ্গল এবং বৃহস্পতির কক্ষপথের মাঝামাঝি স্থানে জন্ম হয়েছিল রাক্ষুসে গ্রহাণুটির। বিশেষজ্ঞদের ধারণা, ভবিষ্যতেও একটি গ্রহাণু আছড়ে পড়তে পারে পৃথিবীর বুকে। তখন মানুষ প্রযুক্তিগতভাবে অনেকটাই এগিয়ে যাবে এবং গ্রহাণুর মোকাবিলা করতে সক্ষম হবে বলে মত বিজ্ঞানীদের।  

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share