মাধ্যম নিউজ ডেস্ক: অনুমতি দেওয়ার পরেও শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সভা বাতিল ঘোষণার অভিযোগ উঠল রাজ্য প্রশাসনের বিরুদ্ধে। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার ঝাঁকরায় সভা করার কথা রাজ্যের বিরোধী দলনেতার। সেইমতো চন্দ্রকোনা টাউন থানা অনুমতি দেয়, পরে আবার তা বাতিল বলে ঘোষণা করে পুলিশ। যদিও বিজেপি নেতৃত্ব বলছে, এখনও কোনও লিখিত চিঠি তাঁরা হাতে পাননি। এতে রাজনৈতিক ষড়যন্ত্রও দেখছেন মুরলিধর সেন লেনের নেতারা। তাঁদের দাবি, অনুমতি ছাড়াই সভা হবে।
প্রধান শিক্ষক স্কুলের মাঠে সভার অনুমতি দিলেও পরে তা বাতিল করে পরিচালন সমিতি
সোমবার দুপুরে চন্দ্রকোনার ঝাঁকড়া হাই স্কুলের মাঠে সভা করার কথা শুভেন্দুর (Suvendu Adhikari)। জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেই সভার ঠিক কয়েক ঘণ্টা আগে চন্দ্রকোনা টাউন থানার একটি চিঠি প্রকাশ্যে এসেছে। যা নিয়ে শুরু বিতর্ক। চিঠিটি পাঠানো হয়েছে চন্দ্রকোনা টাউনে বিজেপির দক্ষিণ মণ্ডলের সভাপতি বিপ্লব মালের ঠিকানায়। তাতে বলা হয়েছে, স্কুলের প্রধান শিক্ষক স্কুলের মাঠে সভা করার অনুমতি দিয়ে থাকলেও তা বাতিল করেছে স্কুলের পরিচালন সমিতি। পরিচালন সমিতির পক্ষ থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে, স্কুলের মাঠে সভা করার অনুমতি দেওয়া প্রধান শিক্ষকের এক্তিয়ারের মধ্যে পড়ে না। সেই কারণেই পুলিশের পক্ষ থেকে সভার অনুমতি দেওয়া হচ্ছে না।
কী বলছে বিজেপি জেলা নেতৃত্ব
বিজেপি ঘাটাল সাংগঠনিক জেলা নেতৃত্ব বলছে, নিয়ম মেনে ৪৮ ঘন্টা আগে স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে অনুমতি নিয়েই প্রস্তুতি শুরু করেছি। নির্দিষ্ট সময়েই সভা হবে। তারই প্রস্তুতি চলছে। এখনও পর্যন্ত কোনও চিঠি পাইনি। বিজেপি সূত্রে জানা গেছে, কৃষকদের ন্যায্য অধিকার, আলু চাষীদের আত্মহত্যা, কেন্দ্রীয় সরকারের একাধিক কৃষি বান্ধব প্রকল্পের ইস্যুতে এই সভা হওয়ার কথা।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
Leave a Reply