India at UNSC: সীমান্তপার সন্ত্রাসের মদতদাতারা এখনও মুক্ত, রাষ্ট্রসংঘে উষ্মা ভারতের

rr_singh

মাধ্যম নিউজ ডেস্ক: সীমান্তপার সন্ত্রাসের মদতদাতারা এখনও মুক্ত। রাষ্ট্রসংঘে এই মর্মে উষ্মা প্রকাশ  করল ভারত (india)। বিভিন্ন দেশ সন্ত্রাসবাদে (terrorism) মদত দিচ্ছে। সন্ত্রাসীরা নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের (UNSC) বৈঠকে একথা বললেন ভারতের বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী আরআর সিং।

নিরাপত্তা পরিষদে বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী বলেন, এটা সত্যিই একটি দুঃখজনক পরিস্থিতি যে সীমান্তপারে সন্ত্রাসবাদে মদত দেওয়া চলছেই। রাষ্ট্রীয় মদতেই বাড়বাড়ন্ত সন্ত্রাসবাদীদের। সন্ত্রাসবাদকে মানবতার সব চেয়ে বড় হুমকি বলে অভিহিত করেন তিনি। বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা বিশ্বকে একজোট হতে হবে। সকল প্রকার সন্ত্রাসবাদের বিরোধিতাও করতে হবে বিশ্বের সব দেশকে। সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের সমর্থনে কোনও যুক্তি কোনওভাবেই মেনে নেওয়া যায় না।

আরও পড়ুন : কাশ্মীরে ‘হাইব্রিড’ সন্ত্রাস ছড়াচ্ছে বিহার, উত্তরপ্রদেশের মৌলবীরা?

সন্ত্রাসবাদের জেরে ভারতে যে কত প্রাণ বলিদান হয়েছে, তার হিসেব নেই। সিং বলেন, ভারত সীমান্ত সন্ত্রাসের কবলে পড়েছে। কয়েক দশক ধরে বলিদান হয়েছে হাজার হাজার প্রাণ। পরিষদে ছিলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামাও। তিনি বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারীদের সকলের প্রতি সম আচরণ করা উচিত।

আন্তর্জাতিক আইনকে বিচক্ষণতার সঙ্গে প্রয়োগ করার ওপরও জোর দেন ভারতের বিদেশ প্রতিমন্ত্রী। বলেন, আন্তর্জাতিক আইনকে বিচক্ষণতার সঙ্গে প্রয়োগ করতে হবে। তা যেন রাষ্ট্রসংঘের নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়। তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘনকারীদের শাস্তি দেওয়ার দায়িত্ব রয়েছে সদস্য দেশগুলির। রয়েছে বাধ্যবাধকতাও।

রাষ্ট্রসংঘের সদস্য দেশগুলির উচিত এব্যাপারে সদস্য দেশগুলিকে সমর্থন করা। এদিন নাম না করে বিদেশ প্রতিমন্ত্রী পাকিস্তানকেই দুষেছেন বলে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের ধারণা। তাঁদের মতে, জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদীদের মদতদাতা পাকিস্তান। বস্তুত, তার জেরেই নিত্য অশান্তি ভূস্বর্গে। কাশ্মীর থেকে ৩৭০ ধারা রদ করার পর কিছুদিন উপত্যকায় শান্তি বজায় ছিল। সম্প্রতি ফের আক্রমণ হচ্ছে হিন্দুদের ওপর। যার জেরে বিঘ্নিত হচ্ছে শান্তি। রক্তাক্ত হচ্ছে ভূস্বর্গ।

আরও পড়ুন :”পাকিস্তানে যাচ্ছে এমবিবিএস পড়তে, ভারতে ফিরছে জঙ্গি হয়ে!” চাঞ্চল্যকর দাবি গোয়েন্দাদের

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share