মাধ্যম নিউজ ডেস্ক: সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আমির-কিয়ারার বিজ্জাপন তুলে নিল এইউ ব্যাংক (AU Bank)। বিতর্ক যেন পিছুই ছাড়ছে না বলিউডের মিস্টার পারফেক্টশানিস্ট আমির খানের (Amir Khan)। সম্প্রতি ফের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ উঠেছে আমিরের বিরুদ্ধে। এক ব্যাংকিং সংস্থার বিজ্ঞাপনী প্রচারের মুখ হিসাবে আমির-কিয়ারার (Kiara Ad একটি বিজ্ঞাপন সম্প্রচারিত হয়। আর সেই বিজ্ঞাপনকে ঘিরেই বিতর্কের সূত্রপাত হয়। নতুন বর-কনের বেশে দুর্দান্ত মানিয়েছে আমির-কিয়ারাকে। কিন্তু এরপরেও সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়। হিন্দু ধর্মকে অপমান করার অভিযোগ দুই অভিনেতার বিরুদ্ধে।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিদাই হওয়ার পর নতুন বউ কিয়ারাকে নিয়ে বাড়ি ফিরছেন আমির খান। আমিরকে বলতে শোনা গেল, “এই প্রথম দেখালাম, বিদাই হয়ে গেল অথচ নতুন বউ কাঁদছে না।” তখন কিয়ারা উত্তরে বলেন, “তুমিও তো কাঁদছ না।” পরের দৃশ্যেই বাড়ি পৌঁছে নতুন বউকে আমির বলেন, “এই ঘরে প্রথম পদক্ষেপ কে রাখবে?” কিয়ারার পাল্টা প্রশ্ন, “এই ঘরে নতুন কে?”, আমিরের উত্তর, “আমিই তো নতুন। মানে..” ঠিক তখনই কিয়ারা হাতের ইশারায় আমিরকে ঘরে পা রাখতে বলেন। আমিরও সেই মতো পা রাখেন। অপরদিক থেকে বিজ্ঞাপনে কিয়ারার মাকে বলতে শোনা গেল, “নুতুন জামাইকে স্বাগত।” কিয়ারাও আমিরকে ধন্যবাদ জানান, এতবড় পদক্ষেপ নেওয়ার জন্য। অপরদিকে তখন হুইল চেয়ারে বসে থাকতে দেখা যায় আরও এক প্রবীণ ব্যক্তিকে। এরপরেই ব্যাকগ্রাউন্ডে আমির খানের ভয়েস ওভারে শোনা যায়, “দীর্ঘদিন ধরে যে প্রথা চলছে, সেটাই চলতে থাকে। কেন এমনটা হয়? আর সেকারণেই ব্যাংকিং সেক্টরের সমস্ত প্রথা নিয়ে প্রশ্ন তুলব। যাতে আপনারা সেরা পরিষেবাটাই পান।”
আরও পড়ুন : মুদ্রাস্ফীতির দিকে চোখ রেখে তৈরি হবে আগামী বাজেট, জানালেন সীতারমন
এই বিজ্ঞাপন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন, মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। তিনি বলেন, “ভারতের সংস্কৃতির কথা মাথায় রেখে এই ধরনের বিজ্ঞাপনে কাজ করা উচিৎ নয় আমির-কিয়ারার মতো জনপ্রিয় অভিনেতাদের। কারও আবেগে আঘাত করার অধিকার নেই তাঁদের।”
विज्ञापनों और फिल्मों में भारतीय परंपराओं और रीति-रिवाजों को तोड़-मरोड़ कर प्रस्तुत करने से धार्मिक आस्थाएं आहत होती हैं।
फिल्म अभिनेता #AamirKhan जी को इसका ध्यान रखकर विज्ञापन करना चाहिए। pic.twitter.com/f7zUSkTnrp
— Dr Narottam Mishra (@drnarottammisra) October 12, 2022
এই ভিডিও পোস্ট করে নির্মাতাদের বিরুদ্ধে তোপ দেগেছিলেন ছবি নির্মাতা বিবেক অগ্নিহোত্রী। তিনি লিখেছিলেন, “আমি ঠিক বুঝতে পারলাম না, ব্যাঙ্ক কবে থেকে সমাজ এবং ধর্মীয় প্রথাকে বদলানোর দায়িত্ব নিল? আমার মনে হয় কিছু করতে হলে @aubankindia-র উচিত ব্যাঙ্কিং ব্যবস্থায় যে দূর্নীতি রয়েছে তা দূর করা। এধরনের ভুলভাল কথা বলেন, আর তারপর বলবেন হিন্দুরা ট্রোল করছে। মূর্খ।”
বিজ্ঞাপনটি ব্যাপকভাবে নিন্দিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। #BoycottAUSmallFinanceBank এবং #BoycottAamirKhan হ্যাশট্যাগও ভাইরাল হয়। তারপরেই বিজ্ঞাপনটি তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় এইউ ব্যাংক।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
Leave a Reply