Author: Susanta Das

  • Mohan Bhagwat: ভারতের বৈচিত্র্যকে সম্মান করা উচিত, প্রজাতন্ত্র দিবসে বললেন মোহন ভাগবত

    Mohan Bhagwat: ভারতের বৈচিত্র্যকে সম্মান করা উচিত, প্রজাতন্ত্র দিবসে বললেন মোহন ভাগবত

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার ৭৬ তম প্রজাতন্ত্র দিবসের দিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সর সংঘচালক (RSS) মোহন ভাগবত (Mohan Bhagwat) বলেন, ‘‘ভারতের বৈচিত্র্যকে সম্মান করা উচিত এবং ঐক্যের ভিত্তিতে সম্প্রতির সঙ্গে বাস করতে হবে আমাদের।’’ প্রসঙ্গত, রবিবার মহারাষ্ট্রের থানে জেলার ভিওয়ান্তি আন্টি শহরের একটি কলেজে প্রজাতন্ত্র দিবস উদযাপনে প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন আরএসএস প্রধান। সেখানেই এই মন্তব্যগুলি করেন তিনি।

    একে অপরের প্রতি শ্রদ্ধাবান হতে হবে (Mohan Bhagwat)

    এদিন তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন ওই কলেজে। তারপরে এই মন্তব্য করতে শোনা যায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধানকে (Mohan Bhagwat)। এদিন তিনি আরও বলেন,‘‘প্রজাতন্ত্র দিবস উদযাপনের সঙ্গে সঙ্গে এই দিনটিতে আমাদের মনে রাখতে হবে যে দেশের প্রতি আমাদের কর্তব্য ঠিক কী কী রয়েছে।’’ এদিন তিনি বলেন, ‘‘ভারতবর্ষের বাইরে যদি আমরা তাকিয়ে দেখি তাহলে সেখানে শুধুমাত্র বৈচিত্র্যের কারণেই সংঘর্ষ ঘটছে। কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে বৈচিত্রকে আমরা স্বাভাবিক বলেই মনে করি। আমাদের নিজস্ব বিশেষত্ব থাকতে পারে, কিন্তু একে অপরের প্রতি আমাদের শ্রদ্ধাবান হতে হবে। যদি আমরা নিজেরা বাঁচতে চাই, তাহলে নিজেদের মধ্যে একটি সুসংহত জীবন যাপন করতে হবে। কারও পরিবার যদি অসুখী হয় তাহলে কোনও ব্যক্তি সুখী হয়ে বাঁচতে পারেনা। একইভাবে কোনও শহর যদি সমস্যার সম্মুখীন হয়, তাহলে একটি পরিবারও সুখী হতে পারবে না।’’

    আমাদের প্রত্যেকের উদ্যোগী হওয়াটা খুব গুরুত্বপূর্ণ

    এদিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান (Mohan Bhagwat) আরও বলেন, ‘‘আপনি যদি ভাত রান্না করতে জানেন, তাহলে আপনার কাছে তিনটে জিনিসের প্রয়োজন তাহলে জল, তাপ এবং চাল। কিন্তু আপনি যদি রান্না করতে না জানেন এবং শুকনো চাল খেয়ে নেন, তার সঙ্গে জল খেয়ে নেন এবং ঘণ্টার পর ঘণ্টা সূর্যের আলোতে দাঁড়িয়ে থাকেন, তাহলে তা কখনও খাবারের পরিণত হবে না।’’ তাই তিনি এ ক্ষেত্রে বলেন, ‘‘আমাদের প্রত্যেকের উদ্যোগী হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। সর্বদা আমাদেরকে জ্ঞান দিয়ে কাজ করতে হবে। কিন্তু সঠিক চিন্তাভাবনা ছাড়া যে কোনও কাজ কখনও ফল দেবে না। উপরন্ত সমস্যাকে ডেকে নিয়ে আসবে।’’

  • Republic Day: প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির মুখে মোদির ভূয়সী প্রশংসা

    Republic Day: প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির মুখে মোদির ভূয়সী প্রশংসা

    মাধ্যম নিউজ ডেস্ক: ৭৬তম প্রজাতন্ত্র দিবসের (Republic Day) প্রধান অতিথি তিনি। সেই ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবোও সুবিয়ানতোর মুখেই শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্তুতি। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেন দারিদ্র দূরীকরণে তাঁর ব্যাপক অবদানের জন্য। প্রসঙ্গত, ৭৫ বছরে পরে কোনও ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি এদেশে সফরে এলেন। জানা যায়, ১৯৫০ সালেও প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণ। ইন্দোনেশিয়ার বর্তমান রাষ্ট্রপতি বলেন, ‘‘আমি খুবই গর্বিত এখানে আসতে পেরে। আমি কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব নই। আমি ভালো কূটনীতিও জানি না। আমার হৃদয়ে যা আসে আমি সেটাই বলি। আমি এখানে কয়েকদিনের জন্য এসেছি কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে অনেক কিছু শিখতে পেরেছি।’’

    অংশগ্রহণ করে ইন্দোনেশিয়ার মিলিটারি ব্যান্ড (Republic Day)

    প্রসঙ্গত, এর আগে কখনও ইন্দোনেশিয়ার (Republic Day) কোনও মিলিটারি ব্যান্ড বিদেশের কোনও অনুষ্ঠানে এভাবে যোগ দেয়নি। চলতি বছরের ২৬ জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়ারের রাষ্ট্রপতি। আর সেখানেই ইন্দোনেশিয়ার এই ব্যান্ড যোগ দেয়, যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এদিন দিল্লিতে কুচকাওয়াজ দেখার জন্যে আমন্ত্রিত সমাজের বিভিন্নস্তরের ১০ হাজার অতিথি হাজির ছিলেন। ইন্দোনেশিয়া সেনার ১৫২ জন সদস্য আজকের কুচকাওয়াজে অংশ নেন। এছাড়া ইন্দোনেশিয়ার মিলিটারি অ্যাকাডেমির ১৯০ জন ব্যান্ডও ছিল কুচকাওয়াজে।

    গুরুত্বপূর্ণ সফর

    প্রসঙ্গত প্রজাতন্ত্র দিবসের (Republic Day) আগের দিনই ভারত সফরে আসেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবোও সুবিয়ানতো। তাঁকে স্বাগত জানাতে সেসময়ই বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবোও সুবিয়ানতোকে স্বাগত জানাই।’  তাঁর এই সফর ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share