Awas Yojana: আবাস যোজনায় মুখ পুড়ল রাজ্যের, প্রাপকদের তালিকায় থাকা মাত্র ৭৩ শতাংশের আধার সংযোগ সম্পূর্ণ হয়েছে

awas_yojana

মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের বিরুদ্ধে আবাস যোজনা (Awas Yojana) দুর্নীতির অভিযোগ উঠেছে। তাই টাকা এখনও রিলিজ করেনি কেন্দ্র। আর তার মাঝেই নতুন অভিযোগ রাজ্যের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় উপভোক্তাদের তালিকা তৈরির কাজ প্রায় শেষ। কিন্তু সেই তালিকায় তালিকাভুক্ত উপভোক্তাদের মাত্র ৭৩.৫ শতাংশের আধার সংযোগ সম্পূর্ণ হয়েছে। এখনও অনেকের নামের সঙ্গে আধার কার্ড সংযোগের কাজই শেষ করতে পারেনি রাজ্য। এই তথ্য সামনে আসতেই অস্বস্তিতে নবান্ন।

কী জানা গেল? 

সর্বশেষ তথ্য থেকে জানা গিয়েছে, এই প্রকল্পে ১১ লক্ষ ৬৭ হাজার ৫৮৮ জন উপভোক্তার নাম নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ৮ লক্ষ ৫৭ হাজার ৮৮৫ জন অর্থাৎ ৭৩.৫ শতাংশের নাম আধার সংযোগ সম্পূর্ণ হয়েছে। যদিও আবাস যোজনার (Awas Yojana) অধীনে বাড়ি পেতে গেলে আধার সংযোগ বাধ্যতামূলক তা আগেই রাজ্যের তরফে জানানো হয়েছিল জেলাগুলিকে। তারপরেও কেন এত গড়িমসি তা নিয়েই জেলাগুলিকে বিশেষ নির্দেশ দিল নবান্ন। 

তবে শুধু এই একটি প্রকল্পই নয়, যে কোনও কেন্দ্রীয় প্রকল্পেই (Awas Yojana) এখন উপভোক্তাদের নামের সঙ্গে আধার সংযোগ স্থাপন করা বাধ্যতামূলক। কারণ কেন্দ্রীয় সরকার এখন থেকে সরাসরি প্রকল্পের টাকা উপভোক্তাদের কাছে পৌঁছে দিতে চায় আধার বেস পেমেন্ট সিস্টেমের মাধ্যমে। এর জন্য ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়াকে সামনে আনা হয়েছে। তাদের কাছে উপভোক্তাদের প্রত্যকের আধার কার্ড নথিভুক্ত থাকবে। তারাই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাবে। এর দুটি সুবিধা। এক, উপভোক্তার আধার কার্ড স্ক্যান করলেই জানা যাবে সে কোন কোন প্রকল্পের টাকা পেয়েছে। দুই, এক জনের নাম করে অন্য জন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে টাকা তুলতে পারবে না।

আরও পড়ুন: ‘এটা কেন্দ্রের জবাব দেওয়ার মতো বিষয় নয়’, আদানি ভাঙন নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী 

অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ উপভোক্তাদের (Awas Yojana) আধার সংযোগ স্থাপনের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে। শুধু একটি প্রকল্পই নয়, দেখা গিয়েছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্দ্বী ভাতার ক্ষেত্রে অনেকের আধার কার্ড সরকারের কাছেও নেই। এই মুহূর্তে রাজ্যের ১৪ লক্ষ ৪১ লক্ষ ৪৬০ জন মানুষ এই তিন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন। কিন্তু এদের মধ্যে মাত্র ৯ লক্ষ ৭৯ হাজার ৬০০ জনের আধার কার্ড সংযোগ করা হয়েছে।

রাজ্যের মধ্যে সবথেকে পিছিয়ে রয়েছে কলকাতার পার্শ্ববর্তী দুই জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। এরপরই রয়েছে, কোচবিহার, নদিয়া, ঝাড়গ্রামের নাম। আনন্দধারা প্রকল্পেও ৮০.৮ শতাংশ স্বনির্ভর গোষ্ঠীর উপভোক্তাদের আধার সংযোগ স্থাপন করা হয়েছে। যেখানে মহারাষ্ট্র ৯৫.৪ শতাংশ, অন্ধ্র প্রদেশ ৯০.৯ শতাংশ করে ফেলেছে। আর এবার তা নিয়ে জেলাগুলিকে দ্রুত আধার কার্ড সংযোগ স্থাপনের নির্দেশ দিয়েছে নবান্ন।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share